‘চিকফ্লিক সিজন ওয়ানের’ পরে এবার ‘চিক ফ্লিক সিজন ২’ আসতে চলেছে ক্লিক ওটিটি প্ল্যাটফর্মে। চিকফ্লিক সিজন ওয়ানের সাফল্যের কারণেই ‘সিজন ২’ তে আরও অনেক মজা ও অনেক টুইস্ট নিয়ে আসছে নতুন গল্প।যেখানে চিকফ্লিক এর প্রথম সিজনের গল্প শেষ হয় সেই গল্পই নতুন সিজনে আরও এগিয়ে যায় এক বছর।
জিনিয়া ছেড়ে চলে গেছে তনয়কে, মন্টুকে ছেড়ে বিয়ে করে নিয়েছে সোমা, এবং বাম্পিকে ছেড়ে অভিনয় করতে মুম্বাই পাড়ি দিয়েছে স্যুইটি। এদের তিনজনের জীবনই চলছিল একদম নিরসভাবে। মনের দুঃখেই একদিন এরা মিলিত হয় বাজিরাও মাস্তানি পাবে। যেটা ছিল আবার জুয়ার ঠেক। জুয়াতে রায়বাহাদুর পাওয়া ঘটক ফ্যামিলির ছেলে মন্টু আবেগের বশে জুয়াতে পঞ্চাশ লাখ হেরে বসে। স্বাভাবিকভাবেই টাকা দিতে পারেনা এবং যার ফলে জুয়ার ঠেকের মালকিন মাস্তানি ওদের ওপরে চাপিয়ে দেয় একটা শর্ত।
এদিকে, ভারতের একজন বিখ্যাত বিজ্ঞানীর (চন্দ্রবিন্দু) ল্যাবে তৈরী হওয়া ‘অমৃত’র ফর্মুলা নিয়ে শোরগোল পড়ে চারিদিকে। এই ফর্মুলা ভারতকে বিশ্বরাজনীতি, মেডিক্যাল সায়েন্সে কয়েকযোজন এগিয়ে দিত। এগিয়ে দিত, কারণ এসব হওয়ার আগেই মাখন পুরো ফর্মুলাটাই পাচার করে দিতে চায় বাংলার ড্রাগ মাফিয়া জেঠুর কাছে।এবং এটা জানার পর সঙ্গে সঙ্গে এই প্রতিযোগিতায় নেমে পড়ে বাংলার স্মাগলিং জগতের ক্যুইন, মেডুসাও। সঙ্গী সেই গজা ও লিমকা। মাখনের থেকে সেই ফর্মুলা হাতিয়ে মেডুসা বিক্রি করতে যায় জেঠুকে। বিনিময়ে দাবী করে এক কিলো কোকেন। কিন্তু সে ডিল ভেস্তে যায়। সৌজন্যে আমাদের গল্পের তিন নায়ক; তনয় বাম্পি ও মন্টু। মাস্তানির সেই শর্ত রক্ষা করতে গিয়ে মাস্তানির নির্দেশেই ওরা জেঠু –মেডুসার ডিল ভণ্ডুল করতে যায়। ডিলের সময়ে গোল বাঁধে কারণ জিনিয়াকে জেঠুর সাথে দেখে স্থির থাকতে পারেনা তনয়। ঝাঁপিয়ে পড়ে জিনিয়াকে বাঁচাতে। কী টুইস্ট রয়েছে নতুন সিজনে ।
তার কিছু ঝলক মেলে টিজারে। যা আজই দর্শকদের সামনে আসছে স্যোশাল মিডিয়ায়।বন্ধুত্ব, বিশ্বাস, বিশ্বাসভঙ্গ, ভালোবাসা, আনন্দ, ইনোসেন্সের একটা উদযাপনের মধ্যে দিয়ে আবর্তিত হতে থাকে চিক ফ্লিক সিজন টু এর গল্প। যার প্রতিটি কমেডির মোড়কে আগাগোড়া একটা রহস্য টানটান ভাবে থেকে যায়। আলো পড়লেই চরিত্রেরা পরিস্ফুট হয় আবার পরক্ষণেই বদলে যায় তারা। আর সবশেষে পড়ে থাকে শুধু বন্ধুত্ব । সমস্ত হুজ্জতির সঙ্গেই পাওনা দারুণ আনন্দ। তবে নতুন সিরিজ দর্শকদের কতটা ভালো লাগে সেটাই দেখার।
খুব শীঘ্রই এই সিরিজ আসতে চলেছে ওটিটি তে। এই সিরিজে অভিনয় করছেন সুদীপা বসু, খরাজ মুখোপাধ্যায়, সায়ন ঘোষ, রাতশ্রী দত্ত, অনুজয় চট্টোপাধ্যায়, সাঁওলি চট্টোপাধ্যায়,সবুজ বর্ধন, জিনা তরফদার রাহুল সেনগুপ্ত, পলাশ হক, দুর্বার শর্মা , কৃষ্ণেন্দু দিওয়ানজি, রানা বসু ঠাকুর প্রমুখ। পরিচালনার দায়িত্বে রয়েছেন জয়দীপ বন্দোপাধ্যায়।