ছবির পর্দায় ইদানিং ভূতের বড্ড বাড়বাড়ন্ত! ওয়েবই হোক বা বড়পর্দা হরর ফিল্ম দেখতে পছন্দ করছেন দর্শক। ওয়েবে আসছে নতুন হরর ছবি ‘ছোড়ি’। মুখ্য ভূমিকায় দেখা যাবে নুসরত ভারুচাকে।
মুক্তি পেয়েছে ‘ছোড়ি’-র টিজার। গা ছমছমে টিজার জুড়ে আতঙ্কের আবহ। সাউন্ড এফেক্ট আর ক্যামেরার নৈপুন্যে ‘ছোড়ি’ ঠিক কতোটা ভয় দেখাতে পারে তা বেশ মালুম হচ্ছে।
ছবিতে নুসরত ভারুচা ছাড়াও রয়েছেন মিতা বশিষ্ঠ, সৌরভ গয়াল। পরিচালকের দায়িত্বে বিশাল ফুরিয়া। ২৬ নভেম্বর ওয়েব প্ল্যাটফর্মে মুক্তি পাবে ‘ছোড়ি’।
রইল ছোড়ি-র ট্রেলার –