অলিম্পিকে পদক জয়ের স্বপ্ন সফল হবার পর অধরা থেকে গিয়েছিল আর একটি ছোট্ট স্বপ্ন। তা হল বলিউডের সুপারস্টার সলমন এবং ক্রিকেট সুপারস্টার শচীনের সঙ্গে দেখা করা। সাইখম মীরাবাঈ চানু টোকিও অলিম্পিকে ভারতের হয়ে পদক জিতে দেশে ফিরেছেন। এবারের অলিম্পিকে দেশের প্রথম রৌপ্য পদক এনেছেন তিনি।এই মুহূর্তে মীরাবাঈ চানু দেশের অন্যতম সেলিব্রেটি। চানু তার আর এক অধরা স্বপ্ন সত্যি করতে মুম্বই এসেছিলেন। দেখা করলেন ‘ভাইজান’এর সঙ্গে। আনন্দে আটখানা অলিম্পিক পদকজয়ী চানু। বলি তারকার সঙ্গে ছবি তুলে টুইট করেছেন তিনি। ক্যাপশনে চানু লিখেছেন, ‘অসংখ্য ধন্যবাদ সলমন হরতাল। আমি আপনার বড় ভক্ত। আপনার সঙ্গে দেখা করে মনে হচ্ছে সব স্বপ্ন সফল হল।
অন্যদিকে সলমন জানিয়েছেন রুপো পদক জয়ীর জন্য তিনি অত্যন্ত খুশি। তার সঙ্গে দেখা করতে পেরে খুব ভালো লাগছে। শুধু সলমন নন, ক্রিকেট হিরো শচীন তেন্ডুলকরের সঙ্গেও দেখা করেছেন চানু। মাস্টার ব্লাস্টার এর সঙ্গে তার বাড়িতে তোলা দুটি ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন চানু। ছবিতে দেখা যাচ্ছে চানুকে পুষ্পস্তবক দিয়ে স্বাগত জানাচ্ছেন শচীন। অন্য একটি ছবিতে নিজের রুপোর পদক শচীনকে দেখাচ্ছেন তিনি। ছবির ক্যাপশনে চালু লিখেছেন,’শচীন স্যারের সঙ্গে দেখা করে ভীষণ ভালো লাগলো। শচীন স্যারের দেওয়া সমস্ত উপদেশ আজীবন মনে রাখবো।’ টুইট করতে বলেননি শচীন নিজেও। তিনি লিখেছেন,’আপনার মনিপুর থেকে টোকিও পৌঁছানোর এই সফর সত্যিই অনুপ্রেরণা মূলক। আপনার সঙ্গে দেখা করতে পেরে আমি সত্যিই খুশি। ক্রিকেটের কিংবদন্তি লিটিল মাস্টার লিখেছেন,’আরো পরিশ্রম করুন, আগামী বছরগুলোতে আপনার জন্য অনেক সাফল্য অপেক্ষা করছে।’