চাঙ্কি পান্ডে নাকি তার প্রথম অভিনয় শিক্ষক। এমনকি তাকে প্রথম নাচের স্টেপ শিখিয়েছিলেন চাঙ্কি। ভাবা যায় চাঙ্কির কাছে অভিনয় শিখে তিনি আজ বলিউডের সুপারস্টার। অনেকটা লম্বা সময় ধরে তাকে চাঙ্কি অভিনয় এবং নাচ শিখিয়েছিলেন। এই কথা চাঙ্কি নিজে মুখে কৌতুক অভিনেতা সাইরাস ভারুচার ইউটিউব শোয়ে অতিথি হিসেবে হাজির হয়ে বলেছিলেন। বহু বছর আগের কথা। চাঙ্কি তখন ‘মধুমতি অ্যাকাডেমি অব ফিলম ডান্সিং অন্ড অ্যাক্টিং স্কুল’ থেকে পাস করে বেরিয়েছেন। তখন সেখানে সদ্য ছাত্র হিসেবে ভর্তি হয়েছিলেন আজকের বলিউড ‘খিলাড়ি’ অক্ষয় কুমার। তখনকার দিনে নতুন শিক্ষার্থীদের স্কুলের শিক্ষকরা সরাসরি অভিনয় শেখাতেন না। সিনিয়র ছাত্ররাই প্রথমে নতুন শিক্ষার্থীদের একটু গড়েপিটে তালিম দিয়ে নিতেন। তারপর শিক্ষকরা তাদেরকে শেখাতেন। চাঙ্কির কথায়, ‘অক্ষয় আমার থেকে বছর পাঁচেকের ছোট ছিল। তাই ওই স্কুলের সিনিয়র হিসেবে ওকে বেশ কিছুদিন হাতে ধরে আবি অভিনয় বিভিন্ন টেকনিক শিখিয়ে ছিলাম। এমনকি কিভাবে সংলাপ বলতে হয় তাও শিখিয়ে ছিলাম। আজকে শুনলে হয়তো অবাক লাগবে। আমি অক্ষয় কে বেশ কিছু নাচের স্টেপ,এইসব আর কি শিখিয়েছিলাম’। তবে মজার বিষয় হলো আজও এইসব ঘটনা নিয়ে হাসাহাসি করতে ছাড়েন না ‘খিলাড়ি’। তিনি মজা করে বলেন জীবনের প্রথম এই চাঙ্কির মত গুরু পেয়েছিলাম বলেই নাকি আজও তার খেসারত দিতে হচ্ছে। ব্যাপারটা কি রকম! অক্ষয় হেসে বললেন এত বছরের ফিল্মি ক্যারিয়ারে একটিও ফিল্মি পুরস্কার তার জোটেনি সেইজন্য। ব্যাপারটা নিয়ে ‘খিলাড়ি’ যতই হালকা চালে বলুক না কেন চাঙ্কি বলতে চান যে তার কাছে অভিনয় শিক্ষা পেয়েছিলেন বলেই আজ তিনি বলিউডের সুপারস্টার। অক্ষয় একদিন বলিউড কা পাবে তারা নাকি তখনই পেয়েছিলেন চাঙ্কি। এই ইউটিউব শোয়ে দৃঢ় স্বরে তিনি তা জানালেন। আসলে পুরো ব্যাপারটাই দুই অভিনেতার মধ্যে মজার ছলে চলছে। অক্ষয় কুমার একবার তার নিজের ছবির সাংবাদিক বৈঠকে চাঙ্কির কাছে এই অভিনয় পাঠ নেওয়ার কথা বলেছিলেন। শুধু তাই নয় তিনি একথা স্বীকার করেছিলেন যে সেই সময় তিনি চাঙ্কির বিরাট
ভক্তও ছিলেন।