দীর্ঘদিন পর অবশেষে হাসি ফুটেছে আয়ুষ্মান খুরানার ভক্তদের মুখে।কারণ,আগামী ১০ডিসেম্বর হইহই করে মুক্তি পাচ্ছে তাঁর নতুন ছবি ‘চণ্ডীগড় করে আশিকি’। সোমবারই প্রকাশ্যে এল ছবির জমজমাট ট্রেলার।ছবিতে একজন ব্যায়ামবীরের ভূমিকায় নজর কাড়বেন আয়ুষ্মান খুরানা।তাঁর বিপরীতে ছবিতে রয়েছেন বাণী কাপুর।পরিচালক অভিষেক কাপুরের ‘চণ্ডীগড় করে আশিকি’ যে রোম্যান্স আর কমেডিতে ভরপুর হতে চলেছে তার আভাস মিলেছে ট্রেলারেই।