কলকাতা: কিং খান মানেই রুপোলি পর্দায় ঝড়, কিং খান (King Khan) মানেই আনলিমিটেড রোম্যান্স, শুধু তাই নয়! কিং খান মানেই আলাদা উত্তেজনা। অনুরাগীদের উত্তেজনার পারদ আরও খানিকটা বাড়িয়ে প্রকাশ্যে এল ‘জওয়ান’ (Jawan) ছবির পরবর্তীর গান ‘চালেয়া’র কয়েক ঝলক। দুই বাহু ছড়িয়ে ‘সিগনেচার পোজ’-এ আরও একবার ভক্তদের মন জিতে নিলেন বলিউড বাদশাহ শাহরুখ খান (Shah Rukh Khan)। আগামী ৭ সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে ‘জওয়ান’।
‘জওয়ান’ ছবির প্রথম গান ‘জিন্দা বান্দা’ সেভাবে দাগ কাটতে পারেনি ভক্তদের মনে। সেই সময়ে অনেকেরই দাবি ছিল প্রথম গান হিসাবে অরিজিতের গান মুক্তি পাওয়া উচিত ছিল। দেরিতে হলেও মুক্তি পেতে চলেছে অরিজিতের গান। টিজারে অরিজিতের ম্যাজিক্যাল ভয়েজে মন্ত্রমুগ্ধ শ্রোতারা। সেই সঙ্গে শাহরুখ-নয়নতারার রোমান্সের ঝলক দেখে গান মুক্তির অপেক্ষায় প্রহর গুনছেন ভক্তরা। শনিবার প্রকাশ্যে এসছে ছবির গান ‘চলেয়া’ ঝলক। গানটিতে সুর দিয়েছেন অনিরুদ্ধ রবিচন্দর। অরিজিতের সঙ্গে গেয়েছেন শিল্পা রাও। এর আগে তিনি কণ্ঠ দিয়েছিলেন ‘পাঠান’ ছবির ‘বেশরম রঙ’ গানে।
আরও পড়ুন:রোজই ভোল বদলাচ্ছে আবহাওয়া, জানুন কোন কোন জেলায় জারি কমলা সতর্কতা
শনিবার সন্ধ্যায় কিং খানের সোশ্যাল মিডিয়া পেজে কিছু স্টিল ছবি দিয়ে তৈরি একটি কোলাজ পোস্ট করা হয়। পোস্টের ক্যাপশনে অভিনেতা লেখেন, ‘জওয়ানের প্রেম। রোম্যান্টিক। মৃদু মিষ্টি। ‘চলেয়া’ মুক্তি পাচ্ছে সোমবার।’ একইসঙ্গে তিনি লেখেন, ‘অনিরুদ্ধ তুমি ম্যাজিকাল। চিরকালের মতোই ফারাহ তোমায় ভালবাসা। অরিজিৎ তোমার কণ্ঠে আবারও আমাকে ভালবাসার মতো শোনাচ্ছে। শিল্পা তোমার কণ্ঠ ঐশ্বরিক এবং কুমার তোমার কবিতা ‘বহুত চঙ্গি হ্যায়’।’
উল্লেখ্য, চলতি বছরের শুরুতে ২৫ জানুয়ারি মুক্তি পেয়েছিল শাহরুখ খান, দীপিকা পাড়ুকোন ও জন আব্রাহাম অভিনীত ‘পাঠান’। এই ছবির হাত ধরে বছরের শুরুতেই বিপুল লক্ষ্মীলাভ করে বলিউড। এবার কিং খানের দ্বিতীয় ছবির দিকে নজর দর্শকদের। টিজার থেকে ট্রেলার ইতিমধ্যেই উত্তেজনা দ্বিগুণ করেছে অনুরাগীদের।