ক্যান্সারে আক্রান্ত হয়েছেন ভারতের প্রবীণ অভিনেতা ও চিত্রনির্মাতা মহেশ মাঞ্জরেকর। একটি সর্বভারতীয় ইংরেজি দৈনিকের খবর অনুযায়ী তার মূত্রাশয়ে ক্যানসার ধরা পড়েছে।এক প্রতিবেদনে জানানো হয়েছে যে মুম্বইয়ের চারনি রোডে অবস্থিত এক বেসরকারী হাসপাতালে হাসপাতালে তাঁকে অস্ত্রোপচার করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন তার অস্ত্রোপচার সফল হয়েছে। বেশ কয়েক দিন আগে অভিনেতাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। বেশ কয়েকদিন হাসপাতালে থাকার পর তার শারীরিক পরিস্থিতির উন্নতি হলে ছুটি দেওয়া হতে পারে।
আরও পড়ুন: ক্যানসারকে উপেক্ষা করে লাল শাড়িতে লাস্যময়ী
ওই প্রতিবেদন অনুযায়ী কিছুদিন আগে মহেশ মঞ্জরেকরের মূত্রাশয় ক্যান্সার শনাক্ত হলে চিকিৎসকরা অস্ত্রোপচার করার সিদ্ধান্ত নেয়। জাতীয় পুরস্কারপ্রাপ্ত চলচ্চিত্র নির্মাতা মহেশ মঞ্জরেকর ‘নিদান’,’বিরুদ্ধ’,’বাস্তব’, ‘অস্তিত্ব’ সহ বেশ কিছু জনপ্রিয় ছবি নির্মাণ করেছেন। এছাড়াও বেশ কিছু মারাঠি ছবি পরিচালনা করেছেন মাঞ্জরেকর। তিনি বর্তমানে সলমন খান অভিনীত ছবি ‘অন্তিম: ফাইনাল ট্রুথ’ ছবিটি নিয়ে ব্যস্ত।ছবিতে একজন শিখ পুলিশের ভূমিকায় দেখা যাবে সলমনকে।
মাঞ্জরেকর তার নিজের কিছু প্রযোজনা সহ বেশ কয়েকটি ছবিতে অভিনয় করেছেন। তাকে’ ক্ষিতিজ’ নামের দূরদর্শনে মারাঠি সিরিজে প্রথম দেখা গিয়েছিল, যেখানে তিনি একজন কুষ্ঠ রোগীর চরিত্রে অভিনয় করেছিলেন। ২০০২ সালের চলচ্চিত্র’ কান্তে’তে অভিনয়ের জন্য তিনি অভিনেতা হিসেবে প্রশংসা অর্জন করেন এবং পরবর্তীতে তামিল চলচ্চিত্র’ আরামবাম’ (২০০১)), তেলেগু ছবি ওক্কাদুন্নাডু (২০০০)) এবং ‘স্লামডগ মিলিয়নেয়ার’ (২০০০)) ছবিতে গ্যাংস্টার জাভেদের ভূমিকায় অভিনয় করেন। তিনি মারাঠি ছবি ‘আমি শিবাজিরাজে’ ভোসলে বল্টোয়ে ছত্রপতি শিবাজী মহারাজের চরিত্রে অভিনয় করেছিলেন। তিনি টিভি সিরিয়াল C.I.D- র আখরি চুনাউটি সিরিজ পর্বের হারপিজ ডোঙ্গার চরিত্রেও অভিনয় করেছিলেন। ‘ওয়ান্টেড’ ছবিতে তালপাড়ে চরিত্রে তাকে সকলেই পছন্দ করেছে।