মুম্বই : হৃতিক রোশন(Hrithik Roshan),দীপিকা পাডুকোন(Deepika Padukone) অভিনীত ফাইটার(Fighter) নিয়ে দর্শকমহলে রয়েছে চরম জল্পনা।কারণ ভারতের প্রথম এরিয়াল অ্যাকশন ফিল্ম(Aerial Action Film) হতে চলেছে পরিকালক সিদ্ধার্থ আনন্দের(Siddharth Anand) এই ছবি। স্বাধীনতা দিবসে(Independence Day) প্রকাশ্যে এসেছে ছবির মোশন পোস্টার(Motion Poster)।ইতিমধ্যেই নাকি ফাইটার-এর বেশিরভাগ শ্যুটিং পর্বই মিটিয়ে ফেলেছেন হৃতিক-দীপিকারা। পাশাপাশি ছবিতে অভিনয় করেছেন অনিল কাপুর(Anil Kapoor)।শোনা যাচ্ছে,এখনই ফাইটার-এর র্যাপ আপ(Wrap Up) করবেন না পরিচালক সিদ্ধার্থ আনন্দ।ছবিতে নাকি থাকছে দুর্দান্ত একটি পার্টি সং(Party Song)।যে গানে একসঙ্গে দেখা যাবে হৃতিক-দীপিকা-অনিল কাপুর ছাড়াও ছবির একাধিক তারকাকে।ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে সেই গানের শ্যুটিং শুরুর তোড়জোড়।কলাকুশলীরা জানাচ্ছেন,সেপ্টেম্বরের প্রথম সপ্তাহেই নাকি মুম্বইতে পার্টি সংয়ের শ্যুটিং করবেন পরিচালক।আগামী বছর ২৫ জানুয়ারি মুক্তি পাবে ফাইটার।
গতবছর থেকেই মুক্তির অপেক্ষায় রয়েছে পরিচালক সিদ্ধার্থ আনন্দের ছবি ফাইটার। ছবি নিয়ে দর্শকমহলে জল্পনার অন্ত নেই।কারণ,ছবিতে প্রথমবার জুটি বেঁধেছেন হৃতিক রোশন ও দীপিকা পাডুকোন।পাশাপাশি এরিয়াল অ্যাকশন থ্রিলার ফিল্মে দেখা যাবে অনিল কাপুর ছাড়াও আরও অনেককে।২০২১সাল থেকেই করোনা সংক্রমণ সহ নানা কারণের জন্য বারবার পিছিয়ে গিয়েছে ফাইটার-এর শ্যুটিং সিডিউল।একই সঙ্গে পাল্লা দিয়ে পিছিয়েছে ছবি মুক্তির তারিখ।এবছর ২৫জানুয়ারি ফাইটার মুক্তি পাওয়ার কথা ছিল।কিন্তু ওইদিনই শাহরুখ-দীপিকার স্পাই অ্যাকশন থ্রিলার ফিল্ম পাঠান মুক্তির তারিখ ঘোষণা করেন আদিত্য চোপড়া।ছবিটি পরিচালনার দায়িত্বে রয়েছেন সিদ্ধার্থ আনন্দই।একইদিনে নায়িকা ও পরিচালকের দুটি ছবি মুক্তি পাক,এমনটা মোটেও চাননি হৃতিক রোশন এবং ছবির নির্মাতারা।কাজেই এক বছর পিছিয়ে গিয়েছে ফাইটার-এর মুক্তি।২০২৪এর প্রজাতন্ত্র দিবস উপলক্ষে ২৫ জানুয়ারি মুক্তি পাবে ফাইটার।শোনা যাচ্ছে,ফাইটার নাকি বলিউডের অন্যতম দামি ছবি হতে চলেছে।মাঝআকাশে ফাইটার বিমানের লড়াইয়ের দৃশ্যগুলি মোটেও কোনও আর্টিফিসিয়াল টেকনোলজি ব্যবহার করে নয়,বরং বাস্তবিক মাঝ আকাশেই শ্যুট করেছেন পরিচালক সিদ্ধার্থ আনন্দ।ছবির ২৫মিনিটের ক্লাইম্যাক্স দৃশ্যগুলিও সেই ভাবেই শ্যুটিং হয়েছে।ফাইটার-এর অ্যাকশন দৃশ্যগুলি পরিকল্পনা করেছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অ্যাকশন ডিরেক্টররা।কাজেই ফাইটার যে আগামী বছরের অন্যতম সেরা চলচ্চিত্র হতে চলেছে তা কিন্তু ইতিমধ্যেই স্পষ্ট হয়ে গিয়েছে।