ওয়েব ডেস্ক: আজ শুরু হচ্ছে ৭৮তম কান চলচ্চিত্র উৎসব ( 78th Cannes film festival 2025)। বিশ্ব চলচ্চিত্রে অন্যতম জমজমাট এই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। অন্যান্য বছরের মত এবারেও হলিউড,বলিউড সহ বিশ্বের বিভিন্ন প্রান্তের তারকা অভিনয়শিল্পী ও নির্মাতারা এই উৎসবে যোগ দেবেন।
এই উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগে এবার ২২ টি চলচ্চিত্র থাকবে(22 Movies in competitive section)। চলচ্চিত্র প্রতিযোগিতার পাশাপাশি একইভাবে লাল গালিচায় তারকাদের ফ্যাশন আর সৌন্দর্যের প্রতিযোগিতাও যথেষ্ট আকর্ষণ তৈরি করে এই উৎসব। বিগত কয়েক বছরে দেখা গেছে বিশেষ করে অভিনেত্রীরা এই ফ্যাশনের আসরে এক প্রকার এক্সপেরিমেন্ট চালান নিজেদের পোশাক নিয়ে। হাজির হন একেবারে স্বচ্ছ পোশাকে। ২০২২ সালে কানের লাল গালিচায় একজন বিক্ষোভকারী টপলেস হয়ে হাজির হওয়ার অভিজ্ঞতা আয়োজকদের কাছে খুব মধুর ছিল না। তাই এ বছর সে কথা মাথায় রেখে কানের লাল গালিচায় আনুষ্ঠানিকভাবে ‘নগ্নতা’ এবং ‘অতিরিক্ত লম্বা’ পোশাক নিষিদ্ধ করা হয়েছে।
আরও পড়ুন:চিলিতে হবে ‘পাঠান ২’ এর শুটিং!
প্রসঙ্গত, মূল প্রতিযোগিতা বিভাগে ২২ টি চলচ্চিত্রের মধ্যে থাকবে জুলিয়া দুকোর্নোর ‘আলফা’, লিন র্যামসের ‘ডাই মাই লাভ’, ডোমিনিক মলের ‘দোসি ১৩৭’, তারিক সালেহের ‘ঈগলস অব দ্য রিপাবলিক’, আরি অ্যাস্টারের ‘এডিংটন’, মারিও মারতোনের ‘ফুঅরি’, জিন-পিয়েরে দার্দেন, লুক দার্দেনের ‘জুন মেহ’, পাই কানের ‘কুং ই সি দাই’, হাফসিয়া হার্জির ‘লা পেতিত দেহনিয়া’, রিচার্ড লিংকলেটারের ‘নুভেল ভাগ’, ক্লেবার মেন্ডোঞ্চা ফিলও-এর ‘ও এজেন্ট সিক্রেতু’,হায়াকাওয়া সিয়ের ‘রোনোয়া’, কার্লস সাইমনের ‘রোমেরিয়াঁ’, অলিভার ল্যাক্সের ‘সিরাট’, মাসার ‘সাউন্ড অব ফলিং’, অলিভার হারমানাসের ‘দ্য হিস্টোরি অব সাউন্ড’, কেলি রাইহার্ডের ‘দ্য মাস্টারমাইন্ড’, ওয়েস অ্যান্ডারসনের ‘ফোনিশিয়ান স্কিম’, সের্গেই লোজনিতজার ‘টু প্রসিকিউটর’, জাফর পানাহির ‘আন সিম্পল অ্যাকসিডেন্ট’, সাঈদের ‘জাম ও বাচি’।
৭৮তম এই আসরে ফরাসি অভিনেত্রী জুলিয়েট বিনোচের(Juliette Binoche) নেতৃত্বাধীন জুরি টিম রয়েছেন আটজন। রয়েছেন অস্কার জয়ী অভিনেত্রী হ্যালি বেরি। এছাড়াও রয়েছেন ভারতীয় চলচ্চিত্র নির্মাতা পায়েল কাপাডিয়া। পায়েলের ছবি ‘অল ওই ইমাজিন অ্যাজ লাইট’ গত বছর কানে গ্রাঁ প্রি জিতেছিল। আগামী ২৪ মে এই প্রতিযোগিতার ফলাফল জানা যাবে।
এবছর কান-এ ক্লাসিকস বিভাগে প্রদর্শিত হবে সত্যজিৎ রায় পরিচালিত ‘অরণ্যের দিনরাত্রি’(Aranyer Din Ratri), উপস্থিত থাকবেন শর্মিলা ঠাকুর(Sharmila Tagore)। এছাড়াও ভারতীয় পরিচালক নীরাজ ঘাওয়ানের ‘হোম বাউন্ড’ ছবিটি প্রদর্শিত হবে। এবারের উৎসবে বলিউড সুন্দরী ঐশ্বর্য রায়কে আর একবার দেখা যাবে। এছাড়াও প্রথমবারের জন্য উৎসবে যোগ দিতে যাচ্ছেন আলিয়া ভাট ও জাহ্নবী কাপুর।