‘জিয়ন কাঠি’ সিরিয়ালের নায়িকা ঐন্দ্রিলা শর্মা ক্যান্সার আক্রান্ত হয়েছিলেন। ধারাবাহিকভাবে অভিনেত্রীর প্রেমিক অভিনেতা সব্যসাচী চৌধুরীর সোশ্যাল মিডিয়া পোস্ট থেকে ঐন্দ্রিলার শারীরিক অবস্থার খবর পাওয়া যায়। তাঁর চিকিৎসা সম্পূর্ণ হয়েছে। গত ফেব্রুয়ারি মাসে তৃতীয় বার ধরা পড়েছিল তার শরীরের ক্যানসার। তারপর জটিল অস্ত্রোপচার হয় তার শরীরে। চলে কেমোথেরাপি। কিন্তু এখন তিনি অনেকটা বিপদমুক্ত। ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। ভ্যালেন্টাইন্স ডের দিনে প্রেমিক সব্যসাচী জানতে পেরেছিলেন তার প্রিয় মানুষ ঐন্দ্রিলা শরীরে ঘর বেঁধেছে ক্যান্সার। ‘মহাপীঠ তারাপীঠ’ এর বামা চরিত্রে অভিনয় করে সব্যসাচী।
প্রেমিক অভিনেতা সব্যসাচী চৌধুরী
সব্যসাচীর পোস্টে জানা গিয়েছিল গত ভ্যালেন্টাইন্স ডের দিন তাদের দুজনের রেস্টুরেন্টে খাওয়ার কথা ছিল কারণ বছর আগের সেই মারণ রোগ আবার ফিরে এসেছিল ঐন্দ্রিলার শরীরে এবং ফুসফুস আক্রান্ত হয়েছিল। তাই জীবনে তারা আর কোনদিন ভ্যালেন্টাইন ডে পালন করবে না। চিকিৎসকরা জানিয়ে দিয়েছে যে ঐন্দ্রিলা এখন বিপদমুক্ত এবং সুস্থ। ক্যানসারকে হারিয়ে ক্যামেরার সামনে ফিরতে পারে ঐন্দ্রিলা। প্রেমিক সব্যসাচী এমনটাই জানিয়েছেন। সব্যসাচীর এই পোস্ট শেয়ার করেছেন,লাইক করেছেন। নানা রকম কমেন্ট করতেও ভোলেননি। যারা অনেকেই ঐন্দ্রিলার জন্য প্রার্থনা করেছিলেন এবং পুজো দিয়েছিলেন তাদের শুভেচ্ছা বার্তায় ভরে গেছে সোশ্যাল মিডিয়া। তারা জানিয়েছেন পর্দায় আবার হাসিখুশি ঐন্দ্রিলার মিষ্টি মুখ দেখার জন্য তারা অপেক্ষা করছেন। সব্যসাচী লিখেছেন, ঐন্দ্রিলা সুস্থ হয়ে পরের বছরে আবার ক্যামেরার সামনে ফিরে আসবে। ফিরে আসবে স্বাভাবিক জীবনের ছন্দে।