কলকাতা: মোহনবাগানের (Mohun Bagan SG) হেড কোচ হুয়ান ফেরান্দো (Juan Ferando) প্রেস কনফারেন্সে বলেছেন, তিনি বদলা হিসেবে দেখছেন না, ওড়িশা এফসি-র (Odisha FC) বিরুদ্ধে ম্যাচ অন্য আর একটা ম্যাচের মতোই। কিন্তু তিনি বললেই কি হবে? তাঁর কাছে এটা আর পাঁচটা ম্যাচের মতো হতে পারে, তাঁর দর্শনে চলা খেলোয়াড়দের কাছে হতে পারে। কিন্তু কোটি কোটি সমর্থক প্রতিশোধের ম্যাচ হিসেবেই দেখছে। ২৭ নভেম্বর যুবভারতী স্টেডিয়ামে ২-৫ ফলে লজ্জার হার শুধু হারই নয়, ওই হারেই এএফসি কাপ (AFC Cup) থেকে ছিটকে গিয়েছিল সবুজ-মেরুন ব্রিগেড।
ঠিক ন’ দিন পর আইএসএলে (ISL 2023) সেই যুবভারতীতেই ওড়িশার মুখোমুখি মোহনবাগান সুপার জায়ান্ট। সেদিন দিমিত্রি পেত্রাতোস (Dimitri Petratos), মনবীর সিংয়ের (Manvir Singh) অভাব প্রবলভাবে বোঝা যাচ্ছিল। পরিস্থিতির এমন কিছু উন্নতি হয়নি। মনবীরের চোট সারলেও তাঁর আজ মাঠে নামা নিয়ে ধোঁয়াশা আছে। দলের এক নম্বর স্ট্রাইকার পেত্রাতোসের তো সম্ভাবনাই নেই, তিনি অনুশীলন করেননি। জেসন কামিংস (Jason Cummings) কিংবা আর্মান্দো সাদিকু, কেউই মোহন সমর্থকদের আদরের ‘দিমি’র জায়গা নিতে পারছেন না।
আরও পড়ুন: আর্সেনালের রুদ্ধশ্বাস জয়, আজ ম্যান ইউ-চেলসি
বাগান শিবিরকে স্বস্তি দিচ্ছে একটাই বিষয়, এ মরশুমে আইএসএলে ১০০ শতাংশ সাফল্য। পাঁচ ম্যাচ খেলে পাঁচটাই জিতে ১৫ পয়েন্ট সংগ্রহ করেছে। চির-প্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গলের (East Bengal) সেখানে সাত ম্যাচে আট পয়েন্ট। ব্যস এটুকুই। একের পর এক চোট দলটা ভীষণ ক্ষতি করে দিয়েছে।
সবথেকে সমস্যা হয়েছে আনোয়ার আলির (Anwar Ali) চোটে। তাঁর অভাবে প্রচুর গোল হজম করে ফেলছে বাগান ডিফেন্স। আবার স্ট্রাইকাররা গোলের মধ্যে নেই। হায়দরাবাদের বিরুদ্ধে দুটো গোল করেছেন দুই ডিফেন্ডার। কামিংসের এবার দায়িত্ব নেওয়া উচিত। মানিয়ে নেওয়ার অনেক সময় পেয়েছেন। দলবদলের বাজারে যে স্ট্রাইকারের ৯.৬ কোটি টাকা দর, তাঁকে গোল করতেই হবে।