দীর্ঘ অপেক্ষার পর শেষমেষ বুধবার বাচ্চাদের জন্য খুলেছে স্কুল। হাজার হাজার শিশুর মত মায়ের হাত ধরে আজ অনেকদিন পর স্কুলে গিয়েছিল তৈমুরও। আজ তার ব্যস্ততম দিন। স্কুল শেষ করে তাকে যেতে হয়েছে দাদু রনধীর কাপুরের জন্মদিনে। স্কুলে করিনা গারো নীল রঙের ডুবি, বাইকার শর্টস ও সাদা স্নিকার্স পরে ছেলে তৈমুরকে স্কুলে দিতে গিয়েছিলেন। তৈমুরের পরনে ছিল ইউনিফর্ম-নীল টি-শার্ট ও গারো নীল হাফপ্যান্ট। পায়ে কালো জুতো। পাপারাৎজিদের ক্যামেরায় ধরা পড়েছে দুজনেই। প্রতিবারের মত এবারেও তৈমুর বেশ কিউট। সক্কাল সক্কাল মায়ের হাত ধরে স্কুল পৌঁছে গিয়েছিল তৈমুর। তারপর দুপুরের দিকে বাবা-মায়ের হাত ধরে দাদু রনধীর কাপুরের জন্মদিন সেলিব্রেট করতে উপস্থিত ছিল। কাজেই খুব ব্যাস্ততম দিন কেটেছে তৈমুরের। সেখানেই দাদু রনধীরের কোলে বসে দুপুরের খাবার সেরেছে ছোট্ট তৈমুর।জন্মদিন উদযাপনে উপস্থিত ছিলেন করিশমা সহ পরিবারের অন্যান্যরা।