আগামী ১৯ নভেম্বর মুক্তি পাচ্ছে সইফ আলি খান,রানি মুখোপাধ্যায় অভিনীত ছবি বান্টি অউর বাবলি ২।পাশাপাশি বরুণ ভি শর্মা পরিচালিত এই ছবিতে দেখা যাবে সিদ্ধান্ত চতুর্বেদী-শর্বরী জুটিকেও।ছবির ট্রেলার এবং একাধিক গান প্রকাশ্যে আসার পর এবার মুক্তি পেল বান্টি অউর বাবলি ২-এর টাইটেল সং।পুরনো বান্টি অউর বাবলির টাইটেল ট্রাকটিকেই রিক্রিয়েট করা হয়েছে সিক্যুয়েলের জন্য।সুরকার ত্রয়ী শঙ্কর-এহসান-লয়ের সুরে ছবির জন্য গানটি গেয়েছেন সিদ্ধার্থ মহাদেবন।গানের কথা লিখেছেন নান আদার দ্যান অমিতাভ ভট্টাচার্য।ছবি মুক্তির আগে ‘বান্টি অউর বাবলি ২’এর টাইটেল ট্র্যাক রইল শুধুমাত্র আপনাদের জন্য।