মুক্তির অপেক্ষায় যশরাজ ফিল্মসের বান্টি অউর বাবলি ২। ইতিমধ্যেই সামনে এসেছে ছবির ট্রেলার। ট্রেলারে সইফ- রানি তো বটেই নজর কেড়েছেন নতুন বান্টি আর বাবলি ওরফে সিদ্ধান্ত চতুর্বেদি আর শর্বরী। বলিউডের নতুন এই জুটির কাঁধেই এবার অন্যরকম দায়িত্ব। সারা দেশের দুঃসাহসিক কিছু ভালবাসার গল্প শুনবেন আর শোনাবেন সিদ্ধান্ত- শর্বরী। বাছাই করা দুঃসাহসিক প্রেমিক-জুটি পাবে স্বীকৃতিও।
বান্টি অউর বাবলি ২-এর ট্রেলারেই বোঝা গেছে নতুন বান্টি- বাবলির ভালবাসায় প্যাশন কতোটা। যে কোনও পরিস্থিতিতে তারা যে ভাবে একে অন্যের পাশে থেকেছে, যে ভাবে দিনের পর দিন পুলিশের চোখে ধুলো দিয়ে কাজ হাসিল করেছে, তাতে তারা যে একে অন্যের সাপোর্ট সিস্টেম তা বেশ বোঝা গেছে।
বাস্তবেও এমন অনেক বান্টি- বাবলি আছেন, যারা হয়তো পর্দার জুটির মতো চোর নন, তবে লড়াইটা তাদেরও কিছু কম নয়। এবার সেই লড়াইয়ের গল্পই শোনাবেন সিদ্ধান্ত- শর্বরী। প্রেমিক- প্রেমিকাদের দুঃসাহসিক প্রেমের গল্প দেশে ছড়িয়ে দেবেন তাঁরা।
সিদ্ধান্ত আর শর্বরী দুজনই বিশ্বাস করেন প্রতিটা ভালবাসাই আসলে স্পেশাল। তাঁরা আরও মনে করেন ভালবাসার আসল রসায়নটা কিন্তু লুকিয়ে আছে বন্ধুত্বে। যেমনটা রিল লাইফ বান্টি- বাবলির মধ্যেও ছিল। এমন একটা প্রোজেক্টের সঙ্গে যুক্ত থাকতে পেরে সিদ্ধান্ত- শর্বরী বেশ খুশি। রিয়েল লাইফ লাভস্টোরি শুনতে আর শোনাতে তাঁদের যে আর তর সইছে না তা বোঝাই যাচ্ছে।