পরিচালক সায়ন্তন মুখোপাধ্যায়ের ছবি ‘ঝরা পালক ‘ অবশেষে মুক্তির মুখে। ২০১৭ সালের শেষ দিকে শ্যুট শুরু হয়েছিল এই ছবির। নানা কারণে ছবির মুক্তি ক্রমাগত পিছিয়েছে। তার পরেই করোনা অতিমারির প্রভাব। ফলে সিনেমা হল পর্যন্ত পৌঁছতে পারেনি ‘ঝরা পালক’। কলকাতায় ছবির শ্যুটে যোগ দিয়েছিলেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। ছবিতে তিনি কবি-পত্নী ‘লাবণ্য’র চরিত্রে অভিনয় করছেন। সেই দাম্পত্যের ধূসর অংশেরই কাহিনি ‘ঝরা পালক’।
ছবির কেন্দ্রে কবি জীবনানন্দ দাশের জীবন কাহিনি। দুই বয়সের কবিকে পর্দায় দেখা যাবে মন্ত্রী ব্রাত্য বসু এবং রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। কবির স্ত্রীর ভূমিকায় জয়া আহসান। এ ছাড়াও, গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে দেবশঙ্কর হালদার, কৌশিক সেন, সুপ্রিয় দত্ত, সহ একাধিক অভিনেতাকে।
পরিচালক সায়ন্তন মুখোপাধ্যায় আগামী ২৫ ডিসেম্বর ছবির ট্রেলার মুক্তির সঙ্গে সঙ্গে ছবি মুক্তির দিন ঘোষণা করবেন জানিয়েছেন। প্রসঙ্গত ‘ঝরা পালক’ ছবিটি ২৭ তম কলকাতা চলচ্চিত্র উৎসবে নির্বাচিত হয়েছে।