প্রেমিক- প্রেমিকার ব্রেকআপ হয়ে গেলেই কি তাদের সম্পর্ক আদায়- কাঁচকলায় হয়ে যায় ? নাকি বন্ধুত্বটা থেকেই যায়? জেন ওয়াই-এর রিলেশনশিপ- ব্রেকআপ, প্রেম- বন্ধুত্ব, মান- অভিমান- রাগ, ভালবাসা- খারাপবাসা নিয়ে ওয়েবে আসছে ‘বয়ফ্রেন্ডস্ অ্যান্ড গার্লফ্রেন্ডস্’। ৩ সেপ্টেম্বর থেকে শুরু সিরিজের স্ট্রিমিং।
আরও পড়ুন : জন্মদিনে ঋতুরাজ
‘বয়ফ্রেন্ডস্ অ্যান্ড গার্লফ্রেন্ডস্’-এর মূল ভাবনা মৈনাক ভৌমিকের। পরিচালনার দায়িত্বে শুভঙ্কর পাল। অভিনয় করেছেন ঋদ্ধি সেন- ইশা সাহা, ঋতব্রত মুখোপাধ্যায়- অদ্রিজা রায়, উজান চট্টোপাধ্যায়- মধুরিমা ঘোষ। তিন জুটির প্রেম- অপ্রেম, মিলন- বিরহ সর্বোপরি বন্ধুত্ব – এই নিয়েই এগোবে ‘বয়ফ্রেন্ডস্ অ্যান্ড গার্লফ্রেন্ডস্’-এর গল্প।
ব্রেকআপেই কি প্রেমে শেষ ? নাকি বাকি থেকে যায় বন্ধুত্ব? জানতে গেলে চোখ রাখতেই হবে ‘বয়ফ্রেন্ডস্ অ্যান্ড গার্লফ্রেন্ডস্’-এর স্ট্রিমিং-এ।
আরও পড়ুন : কানন স্মৃতি ‘ছয় তারের তানপুরা’