ভক্ত মহল থেকে শুরু করে বলিউডের সতীর্থরা বিয়ের পর থেকে সকলেই খুশির মেজাজে রয়েছেন। সেই সঙ্গে দুই পরিবারে খুশির মেজাজ। বিয়ে মানে শুধু দুজনের মিলন নয়, দুটো পরিবারেরও একাত্ম হয়ে যাওয়া। রাজস্থানে দুই বলিউড তারকা ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশলের সদ্য সম্পন্ন হলো বিয়ে। ফিরে এসেছেন তাঁরা মুম্বইতে। ভিকির ভাই সানি কৌশল এবং ক্যাটরিনার বোন ইসাবেল কাইফ জানোয়ার নিজেদের আনন্দ আটকে রাখতে পারছেন না। সানির সোশ্যাল মিডিয়া পোস্টে দেখা যাচ্ছে তিনি তাঁদের পরিবারে স্বাগত জানাচ্ছেন নতুন ‘বৌদি’কে। পোস্টে তিনি দুজনকে অনেক ভালোবাসা জানিয়ে সারা জীবন একসঙ্গে ভালোবাসায় থাকার একান্ত ইচ্ছে প্রকাশ করেছেন। আবেগে ভেসেছেন সানি। ভিকির সঙ্গে তার সম্পর্ক যথেষ্ট ভালো। ভিকিকে তিনি ‘দাদা এবং বন্ধু’ হিসেবে উল্লেখ করেছেন। উচ্ছ্বাসে ভেসে যাচ্ছেন ক্যাটরিনার বোন ইসাবেলা। খুশির আবেগ ধরে রাখতে পারছেন না ইসাবেল। ভিকিকে উদ্দেশ্য করে শেয়ার করেছেন ছবি ও পোস্ট। তিনি লিখেছেন, ‘আমি একজন ভাইকে পেলাম। আমাদের পাগল পরিবারে জামাইবাবুকে স্বাগত। তোমাকে পেয়ে আমরা যথেষ্ট ভাগ্যবান মনে করছি। পৃথিবীর সমস্ত প্রেম এবং সুখ কামনা করছি তোমাদের দুজনের জন্য। চিরকাল ভালো থেকো।’ ভিকির বাবাকে দেখা গিয়েছিল বিমানবন্দরে মিষ্টি বিতরণ করতে। পরিবারের লোকজন ছাড়াও সোশ্যাল মিডিয়া জুড়ে চলছে শুভেচ্ছার বন্যা।