পরিচালক সপ্তাশ্ব বসুর জতুগৃহ ছবি একটি সাইকো হরর থ্রিলার। যেখানে গল্পের পটভূমি তৈরি হয়েছে কালিম্পং এ । এই সিনেমার প্রধান ভূমিকায় রয়েছেন পরমব্রত চট্টোপাধ্যায়, বনি সেনগুপ্ত, পায়েল সরকার এবং নবাগতা অভিনেত্রী পিয়ালী চ্যাটার্জী ।
কালিম্পং এর পাহাড়ে বনি ও পিয়ালীর সাক্ষাৎ হয় এবং সেখানেই গল্পে নতুন টুইস্ট আসে, সেখানে একজন ধর্ম যাজক এর চরিত্রে পরমব্রত চট্টোপাধ্যায় কে দেখা যায়, পরমের নাম হয় যোশেফ । সেখানেই কিছু ভৌতিক ঘটনা ঘটতে থাকে । এই গল্পে রয়েছে অনেক কিছু সাইকো হরর চরিত্র ।
কালিম্পং এর বেশ কিছু দৃশ্য শ্যুট করে এসে কলকাতায় কিছু কিছু জায়গায় এখন শ্যুট চলছে । পরমব্রত ও পায়েল এর শ্যুটিংয়ের পর্ব আগেই শেষ হয়েছে, এখন কলকাতায় বনি ও পিয়ালিকে নিয়ে চলছে শ্যুট। আজই এই ‘যতুগৃহ ‘ ছবির শেষ দৃশ্যের শ্যুটিং চলছে কলকাতার একটি বোনেদি বাড়িতে। পরিচালকের কথায়, এই ছবিটি সম্ভবত আগামী বছরের ফেব্রুয়ারিতে মুক্তি পেতে পারে।