২১ বছরের প্রার্থনা ফারদিন দীঘি। বর্তমান সময়ে বাংলাদেশের অন্যতম আলোচিত চিত্রনায়িকা।দীঘির বাবা সুব্রত বড়ুয়া এবং মা দোয়েল চলচ্চিত্র অভিনেত্রী। চলচ্চিত্রে অভিনয়ের আগে গ্রামীণফোনের বিজ্ঞাপনে অভিনয় করে সকলের নজরে আসেন দিঘী। কাজী হায়াৎ পরিচালিত ‘কাবুলিওয়ালা’ দিঘী অভিনীত প্রথম চলচ্চিত্র। জেলেপাড়ার কাহিনী নিয়ে তৈরি একটি নতুন ছবি ‘মানব দানব’এ কাজ করতে যাচ্ছেন দীঘি।
আরও পড়ুন:‘জেমস বন্ড’ কি এবার নারী?
ছবিতে তার বিপরীতে বেশ কয়েকজন বাংলাদেশের নায়ক এর কথা উঠলেও এখন শোনা যাচ্ছে কলকাতা থেকে টলিউডের বনি সেনগুপ্তর নাম। কিছুদিন আগেই একটি হিন্দি গানের মডেল হয়েছিলেন দীঘি। ‘হোঁটো পে নাম তেরা’: গানটি গেয়েছিলেন ন্যান্সি ও প্রেম। ‘টি সিরিজ’ এর ব্যানারে নির্মিত হয়েছিল এই গানের ভিডিও। ‘মানব দানব’ ছবিটি পরিচালনা করবেন বজলুর রাশেদ চৌধুরী। তিনি বলেন,’জেলে পাড়ার গল্প নিয়ে এই ছবির চিত্রনাট্য।
এখানে গ্ল্যামার এর থেকেও অভিনয়গুণের বিশেষ দরকার। দিঘী এবং বনি অনস্ক্রিন কেমিস্ট্রি ভালোই লাগবে। দুজনেই অভিনয় দক্ষতা ইতিমধ্যেই প্রমাণ করেছেন। চরিত্রের গভীরতা বুঝে আশা করছি তারা তাদের সেরাটাই উপহার দেবেন।’আগামী অক্টোবরে ছবির শুটিং শুরু হবে। বাংলাদেশ কিছুটা শুটিং হবার পর তারপর কোথায় হবে এখনো ঠিক হয়নি।