শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের গল্প অবলম্বনে তৈরি ছবি ‘বনি’ । গল্পের মূল প্রেক্ষাপটে কল্পবিজ্ঞান। বনি একটি শিশু যার রয়েছে কিছু অলৌকিক ক্ষমতা। গল্পে বনি কোয়েল ও পরমের একমাত্র সন্তান। সপরিবারে পরমব্রত মিলানে থাকে। ফলে ছবির অধিকাংশটাই শ্যুটিং করা হয়েছে ইতালিতে। সোনার পাড়ারের পর আবারও পরিচালনার কাজে হাত দিলেন পরমব্রত চট্টোপাধ্যায়।
করোনার আগে শুরু হয়েছিল এই ছবির শ্যুটিংয়ের কাজ। বহুদিন লকডাউনের জন্য ছবি মুক্তি পাচ্ছিলনা। তবে এবার ‘বনি ‘ ছবির মুক্তির কথা শোনা যাচ্ছে।
ছবির পোস্টার প্রকাশ্যে এসেছিল আগেই। এবার ছবির অন্যান্য লুক প্রকাশ্যে আসার কথা শোনা যাচ্ছে। এর আগে এই ধরনের ছবি খুব একটা হয়নি টলিউডে। ফলেই পরিচালনার দিকে বিশেষ নজর দিচ্ছেন অভিনেতা তথা পরিচালক পরমব্রত চট্টোপাধ্যায়। ছবিতে গান পরিচালনা করছেন অনুপম রায়। অভিনয়ে রয়েছেন কাঞ্চন মল্লিক ও অঞ্জন দত্তও। এই নিয়ে পরমব্রত-কোয়েল জুটির তৃতীয় ছবি। সেই দিকে তাকিয়েই এখন দর্শক। জোর জল্পনা টলিপাড়ায় পুজোতেই মুক্তি পেতে পারে ‘বনি’।