মাদক মামলায় গ্রেফতার হওয়া সুপারস্টার শাহরুখ খান-পুত্র আরিয়ান খান আগামী ৭ অক্টোবর পর্যন্ত নারকটিকস কন্ট্রোল ব্যুরো(এনসিবি)র হেফাজতে থাকবেন। সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী জানা গেছে, এনসিবি হেফাজতে বিজ্ঞানের বই পড়ে সময় কাটাচ্ছেন আরিয়ান।গ্রেফতার হওয়ার পর এনসিবি কর্তাদের কাছ থেকে বিজ্ঞানের বই চেয়েছিলেন শাহরুখ পুত্র।
আরও পড়ুন: তারকা সন্তানদের পার্টির আড়ালে….
পাশাপাশি গুঞ্জন উঠেছে এনসিবি হেফাজতে আরিয়ান বিশেষ ধরনের সুবিধা পাচ্ছেন। তাকে নাকি বিরিয়ানি ও বাড়ির খাবার খেতে দেওয়া হচ্ছে। এমনকি পোশাকের ব্যাপারে বিশেষ সুযোগ-সুবিধা ভোগ করছেন তিনি। তবে এনসিবি কর্মকর্তাদের পক্ষ থেকে এ ধরনের গুঞ্জন উড়িয়ে দেওয়া হয়েছে। আরিয়ান ও অন্যান্য আটক ব্যক্তিদের মোবাইল ফোন গান্ধীনগর ল্যাবরেটরীতে পরীক্ষার জন্য পাঠানোর পর এনসিবি দাবি করেছে আরিয়ানের হোয়াটসঅ্যাপ চ্যাট-এ চাঞ্চল্যকর কিছু তথ্য পাওয়া গেছে।
যা থেকে ধারণা করা হচ্ছে তিনি নাকি আন্তর্জাতিক মাদক চক্রের সঙ্গে জড়িত। মুম্বই থেকে পর্যটন নগরী গোয়ার উদ্দেশ্যে রওনা হওয়া ‘কোর্ডেলিয়া’ প্রমোদতরী থেকে আরিয়ান সহ ৮ জনকে এনসিবি আটক করে। রেভ পার্টিতে মাদক সেবনের দায়ে তাদের পরবর্তীকালে গ্রেফতার করা হয়। গ্রেফতার হয়েছেন আরিয়ানের বন্ধু আরবাজ শেঠ মার্চেন্ট ও মুনমুন ধামেচা। জেরার মুখে নাকি আরিয়ান মার্কিন যুক্তরাষ্ট্র ও দুবাইয়ে থাকাকালীন মাদক নেওয়ার কথা স্বীকার করে নিয়েছেন।
প্রমোদতরীর তিন দিনের এই মিউজিকাল যাত্রায় বলিউড,ফ্যাশন ও বাণিজ্য জগতের অনেকেই অংশ নিয়েছিল। অনেকেরই প্রশ্ন আরিয়ানের সঙ্গে আরবাজের বন্ধুত্ব হলো কি করে? ২৫ বছরের আরবাজের ইনস্টাগ্রামে ফলোয়ারের তালিকায় সাধারণের পাশাপাশি রয়েছেন বেশকিছু স্টারকিড। যার মধ্যে আরিয়ান এর বোন অর্থাৎ শাহরুখ-কন্যা সুহানা, শানায়া কাপুর, ইরফান পুত্র বাবিল এবং পূজা বেদির মেয়ে আলায়া ফার্নিচার রয়েছেন। জানা যাচ্ছে আরিয়ান ও আরবাজ একই স্কুলে নাকি পড়তেন। শোনা গেছে আলায়ার সঙ্গে নাকি আরবাজের প্রেমের সম্পর্ক ছিল।
আরও পড়ুন: বার্লিন বিমানবন্দরে গৌরী খানকেও নাকি গাঁজা সমেত ধরা হয়েছিল
অনন্যা পান্ডে ও সুহানার সঙ্গে মাঝেমধ্যেই আরবাজকে পার্টি করতে দেখা যেত। এনসিবির যে দলটি গত শনিবার প্রমোদতরীতে রেড করে আরিয়ান সহ ৮ জনকে গ্রেফতার করেছে সেই দলটির প্রধান ছিলেন সমীর ওয়াংখেড়ে। কর্মক্ষেত্রে তিনি নাকি ‘দাবাং অফিসার’ হিসেবে পরিচিত। বলিউডে ড্রাগ সেবনকারীদের কাছে তিনি ত্রাস। সুশান্ত সিং রাজপুত এর মৃত্যুর পর বলিউডে মাদক যোগ তদন্তে নেতৃত্ব দিয়েছিলেন এই সমীর। আশ্চর্যের বিষয় হলো সমীর ওয়াংখেড়ের স্ত্রী একজন বলিউড অভিনেত্রী, ক্রান্তি রেড়কর। স্বামীর এই অসামান্য সাফল্যে সম্প্রতি এক সংবাদমাধ্যমে তিনি নাকি মুখ খুলেছেন। অজয় দেবগনের সঙ্গে বলিউডে ‘গঙ্গাজল’ ছবিতে তিনি অভিনয় করেছেন।
এছাড়াও বেশকিছু মারাঠি ছবিতে তাকে দেখা গিয়েছিল।সমীর ওয়াংখেড়ের বলিউড যোগসূত্র কি তাঁর অভিনেত্রী স্ত্রী ক্রান্তি! বলিউডে মাদক নিয়ে স্বামীর সাফল্যে সন্তোষ প্রকাশ করেছেন ক্রান্তি। ক্রান্তি জানিয়েছেন,’আমি ওকে সব সময় স্পেস দিয়ে এসেছি। কখনো জিজ্ঞাসা করিনি এ সমস্ত ব্যাপারে। ওঁর কাজে গোপনিয়তা রক্ষা করতে হয় সেটা আমি বুঝি’। বলিউডের সঙ্গে যুক্ত স্ত্রী ক্রান্তির কাছ থেকে বলিউডে মাদক যোগ নিয়ে কোনো ক্লু সমীর আদৌ পেয়েছে কিনা তা নিয়েও উঠেছে গুঞ্জন। ক্রান্তি অবশ্য বলেছেন,’ঘরের কাজ আমি সামলাই যাতে ও বাইরেটা সামলাতে পারে। এমনও হয়েছে কখনো কখনো ২৪ ঘন্টায ওকে কাজ করতে হয়েছে। আমাদের যমজ সন্তান রয়েছে। ওরা মাঝেমধ্যে বাবাকে খুব মিস করে। কিন্তু ঠিক আছে… আমি সমীরের জন্যে যথেষ্ট গর্বিত। দেশের কাছে পরিবারও তুচ্ছ’।