ওয়েব ডেস্ক: ৭৮তম কান চলচ্চিত্র উৎসবের রেড কার্পেটে প্রথমবার পা রাখলেন কিরণ রাও পরিচালিত অস্কার মনোনীত জনপ্রিয় ছবি ‘লাপাতা লেডিজ'(Laapataa Ladies) এর ‘‘ফুল কুমারী’র’ চরিত্রখ্যাত নিতাংশী গোয়েল(Nitanshi Goel)। রেড কার্পেটও মাতালেন নীতাংশী।
কান উৎসবের তৃতীয় দিনে ডোমিনিক মলের ‘দোসি ১৩৭’ সিনেমার প্রিমিয়ারে যোগ দেন নীতাংশি গোয়েল। ফরাসি ক্রাইম-ড্রামা ঘরানার সিনেমাটির প্রদর্শনীতে এ অভিনেত্রী পরেছিলেন কাস্টমাইজড ব্ল্যাক অ্যান্ড গোল্ড গাউন। এটি ডিজাইন করেন জোড়ি মনিকা অ্যান্ড কারিশমা।
গাউনটির কোরসেট বডিসে ছিল সোনালি ফুলের মোটিফ এবং নিচের অংশে ম্যাক্রামে ও তুলের কারুকাজ। ডিজাইনার মনিকা শাহ বলেন, “নীতাংশির মধ্যে যে কোমলতা আর চোখের দীপ্তি আছে, তা ফুটিয়ে তুলতেই এই ফ্যান্টাসি গাউন তৈরি করা হয়েছে।”
রেড কার্পেটের আগেই, কানের ইন্ডিয়া প্যাভিলিয়নের উদ্বোধনে উপস্থিত হন নীতাংশি। সেখানে পরেছিলেন মুক্তার কাজ করা আইভরি রঙের কাস্টম প্রি-ড্রেপড শাড়ি। চুলের বেণিতে হেয়ার অ্যাকসেসরিস। তাতে শোভা পাচ্ছে বলিউডের কিংবদন্তিদের প্রতিকৃতি। এ তালিকায় রয়েছেন— মধুবালা, রেখা, শ্রীদেবী, হেমা মালিনীর ছবি। আন্তর্জাতিক মঞ্চে তার এই শ্রদ্ধা প্রশংসা কুড়াচ্ছে।