দিওয়ালি মানেই আলোর রোশনাই। মহামারী কাটিয়ে একটু একটু করে স্বাভাবিক ছন্দে ফিরছেন দেশবাসী। অল্প হলেও উৎসবে মাতছেন তারকারাও। যদিও মহামারীর সময়টা এখনও দুঃস্বপ্নের মতো তাড়া করে বেড়াচ্ছে অনেককেই।
দিওয়ালিতে আলোর উৎসবে মাতেন সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকর। রঙ্গোলি দারুণ পছন্দ করেন লতাজি, প্রতি দিওয়ালিতে রঙ্গোলি দেনও তিনি। তবে মহামারীর কালে মানসিকভাবে অনেকটাই মুষড়ে পড়েছেন তিনি। আর তাই এবারের দিওয়ালিতে কোনও সেলিব্রেশনই করবেন না বলে ঠিক করেছেন লতাজি।
দিওয়ালি পরিবারের সঙ্গেই কাটাতে পছন্দ করেন মহামারীর কালের মসিহা সোনু সুদ। অবশ্য শুধু পরিবারের সদস্যরা নন, অ্যাপার্টমেন্টের বাকিদের সঙ্গে দেখা করেন সোনু, চলে আড্ডা। তবে এবারের দিওয়ালিটা সোনুর কাছে একেবারে অন্যরকম। করোনাকালে তিনি যাদের সাহায্য করেছিলেন দিওয়ালিতে তাঁদের সঙ্গে সময় কাটাবেন সোনু।
দিওয়ালিতে ঘরোয়া পার্টির আয়োজন করেছেন জাভেদ আখতার, শাবানা আজমি। একেবারে কাছের জনদের সঙ্গে সময় কাটাবেন তাঁরা।
দিওয়ালিতে সারা দেশ আলোকজ্জ্বল হোক, এমনটাই স্বপ্ন দেখেন ড্রিমগার্ল হেমা মালিনি। আলোর উৎসবের দিনগুলো নাতি- নাতনি আর পরিবারের সকলের সঙ্গে কাটাবেন বলেই ঠিক করেছেন হেমা।