কলকাতা: সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশ-দুনিয়ার নানান বিষয় নিয়ে মন্তব্য করতে ওস্তাদ কঙ্গনা রানাওয়াত (Kangana Ranaut)। সেই নিয়ে বারংবার আইনি ঝামেলাতেও জড়িয়েছেন অভিনেত্রী (Actress)। তবে এবার নিজেই কটাক্ষের শিকার হলেন তিনি। সম্প্রতি মুক্তি পেয়েছে কঙ্গনা রানাওয়াতের ছবি ‘টিকু ওয়েডস শেরু’। ছবির সদস্যদের সঙ্গে একটি পার্টিতে যোগ দেন অভিনেত্রী। আর সেই পার্টিতেই পশ্চিমি কায়দায় সেজে নজর কেড়েছেন নায়িকা। পাশাপাশি ট্রোলের শিকার হন তিনি।
ছবিতে দেখা যাচ্ছে, উঁচু করে বাঁধা পনিটেল, কানে সোনালি দুল, পরনে কমলা রঙের অফশোল্ডার ড্রেস। এবং সোনালি রঙের হাই হিল পরেছেন। ড্রেসের উজ্জ্বল রং পার্টির মেজাজের সঙ্গে একেবারে মানানসই। কঙ্গনার এই লুক দেখে এক জন লিখেছেন, ‘ভারতীয় নারী আবার বিদেশি হয়ে গেলেন।’
কয়েকদিন আগেই কঙ্গনা লিখেছিলেন, ‘পশ্চিমি ফ্যাশন ব্র্যান্ডগুলি শুধুমাত্র জামাকাপড় এবং ব্যাগ পাঠিয়ে আমাদের তাদের জন্য বিনামূল্যে কাজ করতে বাধ্য করে…তারা আমাদের সংস্কৃতি ও সভ্যতার ক্ষতি করছে। বিমানবন্দরে আমি আর কখনও পশ্চিমি পোশাক পরব না। এখন থেকে আমি যখনই কোনও পোশাক কিনব, তখনই মাথায় রাখব এতে আমার কোনও ভারতীয় ভাই-বোনের লাভ হবে কিনা।’ কঙ্গনার এই লুক দেখে এক জন লিখেছেন, ‘ভারতীয় নারী আবার বিদেশি হয়ে গেলেন।’
এদিকে মাস খানেক আগেই ‘এয়ারপোর্ট ফ্যাশন’ ট্রেন্ডকে তুলোধনা করেছেন কঙ্গনা রানাওয়াত। অভিনেত্রীর মতে এই ট্রেন্ড উচ্চবিত্ত মানুষের জন্য। এতে শুধুমাত্র বিদেশি ডিজাইনারদের পকেট ভারী হয়। ইনস্টাগ্রাম স্টোরিতে এয়ারপোর্ট লুকে নিজের একগুচ্ছ ছবি শেয়ার করে অভিনেত্রী লিখেছিলেন, ‘এয়ারপোর্ট ফ্যাশন’ ট্রেন্ড গা ভাসিয়ে নিজেদেরকে আমরা শুধুমাত্র মূর্খ প্রমাণ করি। এতে আমরা কেবল আন্তর্জাতিক ডিজাইনারদের পকেট ভরাতে পারি’।