ওয়েব ডেস্ক: কোভিডকালে বলিউডের যে অভিনেতাকে ‘মসিহা’ রূপে আপামর ভারতবাসী দেখেছিল সেই এখন পুলিশের চোখে আইন ভঙ্গকারী। মানুষের পাশে দাঁড়িয়ে ‘রিয়েল লাইফ হিরোর’ তকমা পেয়েছিলেন বলিউড অভিনেতা সোনু সুদ(Sanu Sood)। এবার তিনি আইন ভেঙে সোজা ‘ভিলেন’। জানিয়ে তৈরি হয়েছে বিতর্ক! আর তার সামলাতেই মাঠে নেমেছেন আবার সোনু। বিষয়টা আসলে কি!
মাথায় হেলমেট নেই ,গায়ে নেই জামা। শুধু শর্টস পরে বাইকে বসে নতুন ‘অ্যাডভেঞ্চার’। চোখে সানগ্লাস। হিমাচল প্রদেশের প্রীতি ভ্যালিতে এমন বীর বিক্রম দেখাতে গিয়ে পুলিশি বিপাকে পড়তে হয়েছে তাঁকে। এ যেন নতুন অবতারে বলিউডের ধাঁচে ক্যামেরার সামনে বাইক চালাচ্ছেন অভিনেতা। পাহাড়ি এলাকায় অভিনেতার এমন সাহস দেখে পুলিশ আর চুপ থাকতে পারল না।
প্রসঙ্গত, সোনুর এমন হিরোগিরির ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। আপাতদৃষ্টিতে ভিডিও দেখে মনে হবে কোন বলিউড ছবির শুটিংয়ে ব্যস্ত অভিনেতা। কিন্তু আসলে আদৌ তা নয়! অভিনেতা ‘সেফ ড্রাইভ-সেফ লাইফ’ এর প্রচারও করেছেন।
সোনুর এমন কাণ্ড দেখে নেট পাড়ায় এখন তোলপাড়। প্রসঙ্গত সোনুর লক্ষ লক্ষ অনুরাগী রয়েছে। তারাও যদি তাদের প্রিয় অভিনেতাকে দেখে এমন ‘কান্ডজ্ঞানহীন’ ঘটনা ঘটায়! তাই অবিলম্বে অদক্ষেপ নেওয়া উচিত করেছেন। এমনটাই প্রতিবাদী পোস্টে ভেসে উঠেছে। তাতেই রাজ্যের পুলিশ নড়েচড়ে বসেছে(Police Investigation)। শোনা যাচ্ছে সনুর এই বিতর্কিত ভিডিও নাকি ২০২৩ সালে শ্যুট করা। ভিডিওটির সত্যতা যাচাই করে দেখা হয়েছে।