বড়দিনের ঠান্ডায় বলিউড ডিভারা সোশ্যাল মিডিয়ায় লাল পোশাকে যথেষ্ট উষ্ণতা ছড়িয়েছেন। ক্রিসমাস পার্টির জন্য কিংবা নববর্ষ উদযাপন করার পরিকল্পনা থাকলে নেটিজেনরা বলি-স্টারদের অনুসরণ করে এই পোশাক পরার পরিকল্পনা করতে পারেন। পর্দায় নৃত্যে পারদর্শী নোরা ফাতেহি একটি লাল অফ শোল্ডার গাউন পরে নিজের ছবি শেয়ার করেছেন। যেখানে তাঁর উন্মুক্ত উরু দেখা যাচ্ছে। এই পোশাকের সঙ্গে তাঁর মেকআপও ছিল যথেষ্ট আকর্ষণীয়। একটি মসৃণ নেকলেস ও কানের দুল তাঁর সৌন্দর্যকে আরও ফুটিয়ে তুলেছে। অনেক নেটিজেন এই পার্টি পোশাক পছন্দ করে কমেন্ট করেছেন। অভিনেত্রী দীপিকা পাড়ুকোন ক্রিসমাস পার্টি লুকে লাল পোশাকে তাক লাগিয়ে দিয়েছেন। এই জনপ্রিয় বলিউড ডিভার কালো লেগিংস সহ একটি উচ্চ গলার রাফলড টপ নেটিজেনদের বিশেষ নজর কেড়েছে। বেলুনের মতো হাতাগুলি বিশেষ বৈশিষ্টযুক্ত।
অন্যদিকে আর এক বলি অভিনেত্রী মেকআপের জন্য একটি শিশির যুক্ত বেস, অনলাইনার, ভরাট ভ্রু ও লাল লিপস্টিক ব্যবহার করেছিলেন লাল ক্রিসমাস পার্টি পোশাকের সঙ্গে। পিছিয়ে থাকেননি সারা আলি খান। একটি লাল প্যান্ট স্যুট পরে তাঁকে বেশ জমকালো দেখাচ্ছিল। সারাকে এইরকম ক্রিসমাস লাল পোশাকে একেবারে অন্যরকম লাগছিল। সদ্য বিবাহিত ক্যাটরিনা কাইফ ভারতের ছুটির দিন থেকে নিজের একটি লাল টার্টলনেক পরা পোশাক এর ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। লাল টার্টল নেক সোয়েটার এবং কালো বিনি পরিহিত নববধূকে বেশ কিউট দেখাচ্ছিলো।