ওয়েব ডেস্ক: সোশ্যাল মিডিয়ায় (Social Media) জনপ্রিয় উরফি জাভেদ (Urfi Javed)। ছোট ছোট জামা পরে ফটোশ্যুট করার জন্যই চর্চার কেন্দ্রে থাকেন অভিনেত্রী। একের পর এক প্রতিভা সামনে এনেছেন। দেখিয়েছেন, শুধুই তেমন ফটোশ্যুট নয়, তিনি ফ্যাশন ডিজাইনিংয়েও পারদর্শী। ফের বিনোদুনিয়ায় আলাদা আলোচনার বিষয় হয়ে উঠলেন তিনি। কেন?
আরও পড়ুন: আর্থিক তছরুপ মামলায় ফের বিপাকে জ্যাকলিন
সদ্য ভাইরাল (Viral) উরফির নয়া ড্রেসের ছবি। রীতিমতো খোলামেলা লুকে দেখা গেল উরফিকে। শরীরীরের ছাঁচে বসানো পোশাক পরেছেন তিনি। দেখে মনে হচ্ছে নগ্ন হয়ে শ্যুট করছেন তিনি। আর তাই পোশাকের থিম। উরফির নতুন লুক শোরগোল ফেলেছে নেটদুনিয়ায়। নয়া পোশাকের জেরে ফের শিরোনামে উরফি।
দেখুন আরও খবর: