আগামী ৩ডিসেম্বর ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাচ্ছে ‘বব বিশ্বাস’।গতকালই নতুন মোশন পোস্টারে জানা গিয়েছে ছবি মুক্তির দিনক্ষণ।শুক্রবার যে ট্রেলারও মুক্তি পাচ্ছে,প্রকাশ্যে এসেছে সেই সুখবরও।প্রত্যাশা মতো মুক্তি পেল ‘বব বিশ্বাস’-এর ট্রেলার।কাহিনি ছবির সিরিয়াল কিলার বব বিশ্বাসের কাহিনিকেই ছবির গল্পে ফিরিয়ে এনেছেন সুজয় ঘোষের মেয়ে পরিচালক দিয়া অন্নপূর্ণা ঘোষ।‘বব বিশ্বাস’-এর ভূমিকায় ছবিতে দেখা যাবে অভিষেক বচ্চনকে।বলিপাড়ার চিত্রাঙ্গদা সিং,রনিত অরোরা ছাড়াও রয়েছেন পরাণ বন্দ্যোপাধ্যায়,রজতাভ দত্ত,বরুণ চন্দ,দীতিপ্রিয়া রায়ের মতো টলিপাড়ার কলাকুশলীরা।ছবির অধিকাংশ দৃশ্যের শ্যুটিংই হয়েছে শহর কলকাতায়।করোনা সংক্রমণের জন্য দীর্ঘদিন ধরেই আটকে ছিল ‘বব বিশ্বাস’-এর মুক্তি।অবশেষে ছবির ট্রেলার মুক্তি পাওয়ায় সিনেপ্রেমীদের মনে খুশির হাওয়া।ছবি মুক্তির এখনও বেশ কিছুদিন দেরি,আপাতত টানটান ট্রেলারের ঝলক রইল আপনাদের জন্য।