ওয়েব ডেস্ক: আর একবার ব্ল্যাকপিঙ্ক জেনি(Blackpink’s Jennie) ইতিহাস তৈরি করলেন। তার সর্বশেষ গান এক্সট্রা এল, ৮ মার্চের সপ্তাহের জন্য ‘বিলবোর্ড হট ১০০'(Billboard Hot 100) চার্জে ৭৫ নম্বরে আত্মপ্রকাশ করল। সম্প্রতি দক্ষিণ কোরিয়ার(South Korean) এই তারকা কোচলা ভ্যালি মিউজিক এন্ড আর্টস ফেস্টিভাল এ পারফর্ম করেছেন। তারপরই তিনি এই সুখবর পেলেন। গত ৭ মার্চ ‘রুবি’ অ্যালবামের গানটি প্রকাশিত হয়েছে। ‘লাইক জেনি'(Like Jennie) গানটি বিলবোর্ড ২০০ তালিকায় ছিল।
আরও পড়ুন:‘রক্তবীজ ২’, ক্ল্যাপস্টিক হাতে কৌশানি
প্রসঙ্গত, জেনির অতীতের হিট গান গুলির মধ্যে রয়েছে ‘ওয়ান অফ দা গার্লস’, যেটি ৫১ নম্বরে উঠেছিল।
কিন্তু ‘এক্সট্রাএল’ এখন মর্যাদাপূর্ণ চার্টে তার সবচেয়ে বড় একক অভিষেক হিসেবে স্থান করে নিয়েছে। গ্র্যামি-জয়ী র্যাপার ডোয়েচির অভিনীত এই ট্র্যাকটিতে শক্তিশালী বিট এবং জেনির স্বাক্ষর আত্মবিশ্বাস একত্রিত হয়েছে।
জেনির জন্ম দক্ষিণ কোরিয়ায়, পড়াশোনা নিউজিল্যান্ডে। পড়াশোনা শেষ করে ২০১০ সালে দক্ষিণ কোরিয়ায় ফেরেন। ২০১৬ সালে ব্ল্যাকপিংকে নাম লেখান।সাত বছরের ক্যারিয়ারে নিজেকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। গানের বাইরে অভিনয়ও করেন তিনি।