শুক্রবারই ৪৮এ পা দিলেন ‘এ ওয়েডনেস’ ডে খ্যাত পরিচালক নীরজ পাণ্ডে।‘স্পেশাল অপস্ ১.৫- হিম্মত পাণ্ডে স্টোরি’ ওয়েব সিরিজের জন্য সম্প্রতি রীতিমতো চর্চায় আছেন এই বলি পরিচালক।‘স্পেশাল ২৬’, ‘বেবি’ থেকে ‘এম এস ধোনি- দ্য আনটোল্ড স্টোরি’-র মতো ছবি দিয়ে দর্শকদের মন জয় করেছিলেন নীরজ। পরিচালকের জন্মদিনে প্রকাশ্যে এল এক অজানা গল্প।সলমন খানকে মুখ্য ভূমিকায় নিয়ে একটি ছবি তৈরির পরিকল্পনা করেছিলেন নীরজ পাণ্ডে।ছবির নাম তিনি রেখেছিলেন ‘জিন্দাবাদ’।ভাইজানকে ছবির চিত্রনাট্যও শুনিয়েছিলেন পরিচালক।ছবির নায়ককে অপহরণ করে নিয়ে যায় একদল সন্ত্রাসবাদী।তারপর তাঁদের কব্জা থেকে মু্ক্ত হয়ে সে কি ভাবে ফিরে আসে,সেই নিয়েই ছবির গল্প।চিত্রনাট্য শুনে ছবিতে কাজ করতে রাজি হননি সলমন।
তিনি নীরজকে বলেছিলেন,এখন এইধরণের ছবিতে কাজ করতে এখন মোটেও আগ্রহী নন তিনি।নায়কের চরিত্রে সলমনের কথা ভেবেই ‘জিন্দাবাদ’-এর চিত্রনাট্য লিখেছিলেন নীরজ পাণ্ডে।আজও পরিচালক অপেক্ষায় রয়েছেন যদি কখনও সলমন তার ছবিতে কাজের কথা ভেবে দেখেন।কারণ,সলমন ছাড়া ‘জিন্দাবাদ’-এর নায়কের ভূমিকায় আর কারোর কথা ভাবতেও পারেননা নীরজ পাণ্ডে।