ওয়েব ডেস্ক: কিংবদন্তি বলিউড সংগীতশিল্পী মুকেশের(Legendary Singer Mukesh) বায়োপিক তৈরি করবেন তার নাতি তথা বলিউড অভিনেতা নীল নিতিন মুকেশ(Neil Nitin Mukesh)। এক সাক্ষাৎকারে অভিনেতা এমনটাই জানিয়েছেন।স্মৃতির পাতা উল্টে নীল বলেছেন যে মাত্র ৫ বছর বয়সে তিনি তার ঠাকুরদা অর্থাৎ মুকেশকে হারিয়েছেন।
কিন্তু বাবার সঙ্গে ‘নিউ ইয়র্ক’ অভিনেতা দাদুর পুরনো ফটোগ্রাফ এবং স্মৃতিচিহ্নগুলো মাঝে মাঝেই দেখতেন। তারপরেই নীল জানান বেশ কিছুদিন ধরে তিনি এবং তার দল মুকেশের বায়োপিক এর গল্পটি লিখছেন। মুকেশের সংগীত জীবন ছিল যথেষ্ট অনুপ্রেরণামূলক তা তিনি দর্শকদের সামনে তুলে ধরতে চান। এ ব্যাপারে তিনি যথেষ্ট রোমাঞ্চিত।
প্রসঙ্গত, তিনি আরো জানিয়েছেন যে ‘পারমাণু’ ছবির পরিচালক অভিষেক শর্মার(Abhishek Sharma,Indian film director) সঙ্গে এই বায়োপিক নিয়ে তার কথা হয়েছে। তিনিও যথেষ্ট উচ্ছ্বসিত।
খুব স্বাভাবিক কারণেই মুকেশের চরিত্রে তাকে দেখা যাবে এই প্রসঙ্গ উঠলে নীল জানান,’আমার চেয়ে ভালো মুকেশ আর কেউ হতে পারবে! আমি তাঁকে সবচেয়ে ভালো চিনি। আমার বাবা(নীতিন মুকেশ)ও চান যে আমার মধ্যে কার আবেগকে কাজে লাগিয়ে আমি দাদুর চরিত্রে অভিনয় করি।…’।
২০০৭ সালে তার প্রথম ছবি শ্রীরাম রাঘবন পরিচালিত ক্রাইম থ্রিলার ‘জনি গদ্দার’- এ ভিলেনের রোলে ছিলেন নীল।