ওয়েব ডেস্ক: রতন টাটার মৃত্যু এক অপূরণীয় ক্ষতি। গত বছর ৯ অক্টোবর আপামর মানুষকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গিয়েছেন প্রবীণ ব্যবসায়ী রতন টাটা(Ratan Tata)। তারপর থেকেই তাকে রূপোলি পর্দায় ফিরিয়ে আনার চেষ্টা করছেন চলচ্চিত্র নির্মাতারা। অর্থাৎ বড় পর্দায় আসতে চলেছে রতন টাটার বায়োপিক(Biopic of Tata)। কিন্তু পর্দায় কোন অভিনেতাকে দেখা যাবে তার চরিত্রে! যা নিয়ে শুরু হয়েছে নানান জল্পনা।
বিগত কয়েক বছরে বলিউডে তৈরি হয়েছে বেশ কিছু বায়োপিক। এবার বড় পর্দায় ভারতের বিশিষ্ট শিল্পপতি রতন টাটার জীবন নিয়ে নির্মাণ করা হবে চলচ্চিত্র। শোনা গেছে রতন টাটার এই আত্ম জীবনীমূলক চলচ্চিত্রের প্রাথমিক কাজ অনেকটা এগিয়ে গিয়েছে। রতন টাটার জীবনের গল্প যে কোনো মানুষের কাছে অনুপ্রেরনাদায়ক হতে পারে। সেই তাগিদ থেকেই জাতীয় চলচিত্র পুরস্কার প্রাপ্ত নির্মাতা সুধা কোঙ্গারা প্রসাদ(Sudha Kongara Prasad) টাটা গ্রুপের সাবেক চেয়ারম্যানকে রূপোলি পর্দায় আনতে চলেছেন। রতন টাটার চরিত্রেকে অভিনয় করবেন সে ব্যাপারে কোনো আনুষ্ঠানিক ঘোষণা না এলেও শোনা যাচ্ছে বলিউডের অভিষেক বচ্চন ও দক্ষিনের সুপাস্টার সুরিয়ার নাম।
শোনা যাচ্ছে তরুণ রতন চাটার চরিত্রে নাকি দেখা যেতে পারে জিম সার্ভকে(Jim Sarbh)। রতন টাটার চেহারার সঙ্গে এই অভিনেতার অসম্ভব মিল রয়েছে। পরিণত বয়সের রতন টাটার চরিত্রে বেশ কয়েকজন অভিনেতার কথা উঠে আসছে। এদের মধ্যে নাসিরউদ্দিন শাহ(Nasiruddin Shah) থেকে শুরু করে বোমান ইরানি(Boman Irani) এমনকি অভিষেক বচ্চনের(Abhishek Bachchan) নামও কানাঘুষে শোনা যাচ্ছে।
জিম এক সাক্ষাতকারে জানিয়েছেন, ‘যদি এটা সত্যি হয় তাহলে খুব ভালো হবে। আমি যখন ছোট ছিলাম তখন রতন টাটার ছবি দেখে মনে হতো আমার সঙ্গে কি আশ্চর্য মিল। সুযোগ পেলে অবশ্যই আমি অভিনয় করতে চাই। এটা আমার কাছে একটা স্বপ্ন।’ যদিও ছবির নির্মাতাদের পক্ষ থেকে কিছুই জানানো হয়নি।