স্যোশাল মিডিয়ায় কয়েকদিন ধরেই অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়ের পাহাড়ের মাঝে, ঝর্নার ধারে ছবি দেখা যাচ্ছিল । অনেকেই ধারনা করছিল নিশ্চিত তিনি আবার পাহাড়ে বেড়াতে গেছেন, তবে জিজ্ঞেস করা হলে তিনি নিজেই জানালেন, তিনি সিকিম গিয়েছিলেন পরিচালক তথাগত মুখোপাধ্যায়ের ছবির শ্যুটিংয়ের কাজে। তবে পাহাড়ে শ্যুটিংয়ের কাজ মানে বেড়ানোও হয়ে যায়।তাই নানা মুডের ছবি ইনস্টাগ্রামে দেখা যাচ্ছে।
শ্যুটিংয়ের কাজ সেরে ফিরে এসেছেন। তবে ডিসেম্বরের শুরুতেই তিনি শুরু করছেন পরিচালক আদিত্য সেনগুপ্তর নতুন ছবির কাজ। এই ছবিতেই অভিনেত্রী দিতিপ্রিয়ার রায়ের সঙ্গে জুটি হিসেবে দেখা যাবে। যদিও ছবির নাম এখনও ঠিক হয়নি।
বিক্রম চট্টোপাধ্যায়ের হাতে হিন্দি বাংলা মিলিয়ে এখন বেশকিছু কাজ রয়েছে। পরিচালক অতনু রায়ের ‘শেষ পাতা ‘র কাজ শেষ করেছে। এই ছবিতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও গার্গী রায়চৌধুরীর সঙ্গে কাজ করেছেন। অন্যদিকে বাংলা ওয়েব প্ল্যাটফর্মের ‘রুদ্রবীণার অভিশাপ ‘ সিরিজের কাজ শেষ হয়েছে। এই সিরিজও খুব শীঘ্রই স্ট্রিমিং হবে।