অগ্নিদগ্ধ হল বিগ বসের পরিত্যক্ত সেট।গত ৩০জানুয়ারি বিগ বস ১৫-র বিজেতা হন তেজস্বী প্রকাশ।গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হয়েছে অনেকদিন হল।তবে মুম্বইয়ের গোঁরেগাও ফিল্ম সিটিতে বিগ বসের সেট ভাঙেননি নির্মাতারা।সেটটি ফিল্মসিটিতে পরিত্যক্ত অবস্থায় পড়ে ছিল। রবিবার দুপুরে হঠাৎই সেটে আগুন লেগে যায়।বৃহন্মমুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশনের চারটি ইঞ্জিন গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।তবে ওই দুর্ঘটনাস্থলে এদিন কোন শ্যুটিংই চলছিল না।তাই বড়সড় দুর্ঘটনার হাত থেকে রেহাই মিলেছে।অগ্নিকাণ্ডে কেউ আহত বা প্রাণহানি ঘটেনি বলেই বিএমসি সূত্রে খবর।