কলকাতা: ২০০ কোটির আর্থিক তছরুপ মামলায় (Money Laundering Case) এবার বড় স্বস্তি পেলেন অভিনেত্রী (Actress) জ্যাকলিন ফার্নান্ডেজ (Jacqueline Fernandez)। বিদেশ যাত্রার জন্য জ্যাকলিনকে এবার থেকে আদালতের অনুমতি আর নিতে হবে না বলে স্পষ্ট জানিয়েছে দিল্লির পাটিয়ালা হাউস কোর্ট। জানানো হয়েছে, এবার থেকে বিদেশ যাত্রার জন্য জ্যাকলিনকে আর আদালতের অনুমতি নিতে হবে না। বিদেশে গেলে, যাত্রার ৩ দিন আগে আদালত এবং এনফোর্সমেন্ট ডিরেক্টরেটকে জানালেই হবে।
এর আগে জ্যাকলিনকে বিদেশ ভ্রমণের জন্য জ্যাকলিনকে আগে থেকে আদালতের অনুমতি নিতে হত। এই কারণে দীর্ঘ সমস্যায় পড়তে হয়েছে তাঁকে। এই প্রসঙ্গে এবার নতুন রায় দিল আদালত। আদালত জানিয়েছে, যে জ্যাকলিন ফার্নান্ডেজ তাঁর জামিনের শর্তের অপব্যবহার করেননি। আদালতের তরফে জানানো হয়েছে, এখনও পর্যন্ত জ্যাকলিনের জামিনের কোনও শর্ত লঙ্ঘনের কোনও উদাহরণ পাওয়া যায়নি। তিনি একজন অভিনেত্রী। কিছু নির্দিষ্ট পরিস্থিতিতে ঘন ঘন বিদেশ ভ্রমণ করতে হয় তাঁকে। নাহলে তাঁর পেশাদার সুযোগ হাতছাড়া হবে। তাই এবার থেকে স্বল্প নোটিশেই তিনি দেশ ছাড়তে পারবেন তিনি। তবে বলা হয়েছে, বিদেশযাত্রার অন্তত ৩ দিন আগে জ্যাকলিনকে আদালত এবং ইডি (এনফোর্সমেন্ট ডিরেক্টরেট)-র কাছে তা জানাতে হবে।
আরও পড়ুন:Aamir Khan | Junaid Khan | আমিরের প্রযোজনায় থাই ফিল্মের হিন্দি রিমেকে ছেলে জুনেইদ খান
এর আগে একাধিক বার বিদেশযাত্রার অনুমতি চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন জ্যাকলিন। অভিনেত্রী জানিয়েছিলেন, জামিনের শর্ত অনুযায়ী বিদেশযাত্রার অনুমতির জন্য তাঁর আর্থিক ক্ষতি হচ্ছে। একের পর এক কাজ হাতছাড়া হচ্ছে। যদিও ইডি-র তরফে জ্যাকলিনের এই আবেদনের বিরোধিতা করা হয়। তবে আদালত উভয় পক্ষের যুক্তি শোনার পর জামিনের শর্তে পরিবর্তন করে ফার্নান্দেজকে বিদেশ ভ্রমণের অন্তত তিন দিন আগে এই নির্দেশের দিয়েছেন। তবে তাঁর ভ্রমণের বিবরণ দিয়ে যেতে হবে ।আদালত আরও বলেছে যে, তাঁর পাসপোর্টটি ৫০ লাখ টাকার ফিক্সড ডিপোজিট রসিদ জমা দেওয়ার পরে প্রকাশ করা হবে।