ভারতীয় টেলিভিশন জগতে অন্যতম জনপ্রিয় শো ‘বিগ বস’। ২০০৬ সালে এই শো যাত্রা শুরু করেছিল। এটি একটি ডাচ রিয়েলিটি শো ‘বিগ ব্রাদার’ এর অনুকরণে তৈরি হয়েছিল। পরবর্তীকালে এই শো এর সর্বভারতীয় জনপ্রিয়তা মাথায় রেখে ২০১৭ সালে ‘বিগ বস তেলেগু’ যাত্রা শুরু করেছিল।’ স্টার মা’ টেলিভিশনে প্রচারিত এই শোর প্রথম সিজন সঞ্চালনা করেছিলেন জনপ্রিয় অভিনেতা জুনিয়র এনটিআর। দ্বিতীয় সিজনে দেখা গিয়েছিল দক্ষিণী জনপ্রিয় নায়ক নানিকে। তারপর এই শো সঞ্চালনার দায়িত্ব হাতে তুলে নেন দক্ষিণী অভিনেতা নাগার্জুনা আক্কিনেনি। ২০২২ সালের ১৮ই ডিসেম্বর ‘বিগ বস তেলেগু’র ষষ্ঠ সিজন সম্পূর্ণ হয়।
এবার খুব শীঘ্রই শুরু হতে চলেছে সপ্তম সিজনের শুটিং।এর মধ্যেই গুঞ্জন উঠতে শুরু করেছে যে এই সিজনের জন্য নাগার্জুনা নাকি দুশ কোটি টাকার বেশি পারিশ্রমিক নিচ্ছেন। যা এখন দের আলোচনার অন্যতম বিষয়।কয়েক দিন আগে এর প্রোমো প্রকাশিত হয়েছে। এ সিজন সঞ্চালনার জন্য ২০ কোটি টাকা পারিশ্রমিক নিচ্ছেন নাগার্জুনা। আগের সিজনে ১৬ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছিলেন তিনি। এবার তার পারিশ্রমিক ৪ কোটি টাকা বৃদ্ধি করা হয়েছে।
২০১৯ সালে অর্থাৎ তৃতীয় সিজনে প্রথম সঞ্চালনার দায়িত্ব পালন করেন নাগার্জুনা। এ সিজনের জন্য ৫-৮ কোটি টাকা পারিশ্রমিক নেন তিনি। চতুর্থ সিজনে ৮-১০ কোটি টাকা, পঞ্চম সিজনে ১২ কোটি টাকা এবং ৬ষ্ঠ সিজনে ১৬ কোটি টাকা পারিশ্রমিক নেন এই অভিনেতা। এবার ৪ কোটি বাড়িয়ে ২০ কোটি টাকা পারিশ্রমিক নিচ্ছেন তিনি।
নাগার্জুনার অন্নপূর্ণা স্টুডিওতে বিশেষভাবে সেট তৈরি করা হয়েছে। খুব শিগগির সেখানে শুটিং শুরু হবে। স্টার মা টিভির পাশাপাশি এটি দেখা যাবে ওটিটি প্ল্যাটফর্ম ডিজনি + হটস্টারে।