মুম্বই : খুব শীঘ্রই আসতে চলেছে ভূত পুলিশ(Bhoot Police) ছবির সিক্যুয়েল(Sequel)।ভূত পুলিশ ২(Bhoot Police 2)-র আনুষ্ঠানিক ঘোষণা(Announcement) করলেন নির্মাতারা।২০২১সালে ওটিটি প্ল্যাটফর্মে(Ott Platform) মুক্তি পেয়েছিল পরিচালক পবন কৃপালিনীর(Pawan Kripalini) ছবি ভূত পুলিশ।ছবিতে অভিনয় করেছিলেন সইফ আলি খান(Saif Ali Khan),অর্জুন কাপুর(Arjun Kapoor),জ্যাকলিন ফার্নান্ডেজ(Jacquline Fernandez) ও ইয়ামি গৌতম(Yammi Gautam)।জমজমাট এই হরর কমেডি ফিল্ম(Horror Comedy Film) দারুণ পছন্দ করেছিলেন দর্শক।ভূত পুলিশ-এর যে সিক্যুয়েল তৈরি হতে চলেছে,এমনটা কিন্তু গতবছরই জানিয়ে ছিলেন ছবির মুখ্যতারকা সইফ আলি খান।অবশেষে হল ভূত পুলিশ-এর সিক্যুয়েলের অ্যানাউন্সমেন্ট।কলাকুশলীরা জানাচ্ছেন,ইতিমধ্যেই ভূত পুলিশ ২ নিয়ে কাজ শুরু হয়ে গিয়েছে।যদিও ছবিতে কে কে অভিনয় করবেন তা এখনও জানা যায়নি।খুব শীঘ্রই ভূত পুলিশ ২ নিয়ে প্রকাশ্যে আসবে নতুন আপডেট।
২০২১সালের ১০সেপ্টেম্বর জনপ্রিয় একটি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছিল হরর কমেডি ফিল্ম ভূত পুলিশ।ছবিটি পরিচালনা করেছিলেন রাগিনী এমএমএস ও ফোবিয়া-র মতো ভিন্ন ঘরানার হরর ফিল্মের পরিচালক পবন কৃপালিনী।ছবিতে দু ভন্ড তান্ত্রিক ভূত পুলিশের ভূমিকায় অভিনয় করেছিলেন সইফ আলি খান ও অর্জুন কাপুর।পাশাপাশি দেখা গিয়েছিল দুই অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজ ও ইয়ামি গৌতমকেও।ছবির যে দ্বিতীয় পর্ব তৈরি হতে চলেছে,তার আভাস ভূত পুলিশ-এর গল্পের শেষেই দিয়েছিলেন পরিচালক পবন কৃপালিনী।ছবিটি ওটিটিতে সাফল্য পাওয়ার পর তাই বারবার চর্চা চলেছে ভূত পুলিশ ২ নিয়ে।গতবছর হরর কমেডির সিক্যুয়েল প্রসঙ্গে সইফ আলি খান জানিয়েছিলেন,ভূত পুলিশ-এ তাঁর চরিত্রটি দুর্দান্ত ছিল।ছবিতে অভিনয় করে দারুণ আনন্দ পেয়েছিলেন তিনি।সইফ আরও জানান,প্রযোজক-পরিচালকরা হয়তো খুব শীঘ্রই ছবির সিক্যুয়েল আনতে চলেছেন।অবশেষে ছবির ঘোষণা করেছেন প্রযোজক আকাশ পুরী।ইতিমধ্যেই নাকি ভূত পুলিশ ২ নিয়ে কাজও শুরু করে দিয়েছেন তাঁরা।যদিও ছবিতে প্রথম ভূত পুলিশ-এর টিমকে দেখা যাবে,নাকি নতুন কোনও তারকা যোগ দেবেন এখনই জানা যাচ্ছে না।
পাশাপাশি তাঁরা আরও একটি নতুন ছবি তৈরি করতে চলেছে আকাশ পুরীর প্রযোজনা সংস্থা টুয়েলভথ্ স্ট্রিট এন্টারটেইনমেন্ট।সংস্থার প্রযোজনায় ২০১০সালে মুক্তি প্রাপ্ত তামিল ক্রাইম-ড্রামা ফিল্ম অরণ্য কাণ্ডম-এর হিন্দি রিমেক তৈরি হবে বলিউডে।দুটি নয়া প্রজেক্ট নিয়েই বেজায় ব্যস্ত নির্মাতা সংস্থার কলাকুশলীরা।খুব শীঘ্রই হয়তো বড় কোনও আপডেট প্রকাশ্যে আসবে বলেই সূত্রের খবর।