কলকাত: প্রকাশ পেল ভামিনীর ট্রেলার (Bhamini Trailer )। ২৫ মে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে স্বর্ণায়ু মৈত্রের পরিচালিত ছবি ‘ভামিনী’। চলচ্চিত্র পরিচালক হিসাবে এই ছবি দিয়ে আত্মপ্রকাশ করতে চলেছেন চিকিৎসক স্বর্ণায়ু মৈত্র। ছবিতে একেবারে ভিন্ন চরিত্রে দেখা যাবে প্রিয়াঙ্কা সরকারকে (Priyanka Sarkar)। ক্রাইম থ্রিলার ঘরনার এই ছবি দর্শকদের কাছে বাড়তি আকর্ষণ…
এবার ‘গমীরা’ নৃত্যশিল্পীর ভূমিকায় নিজেকে তুলে ধরবেন প্রিয়ঙ্কা সরকার। ছবিতে মুখ্য ভূমিকায় দেখা যাবে অভিনেতা উমাকান্ত, প্রিয়াঙ্কা সরকার, এবং তথাগত মুখোপাধ্যায়। তিন জনে জোট বেঁধে বালুরঘাটের এক অপরাধ চক্র দমন করবে। ছবিতেই প্রথমে দেখা যাবে চিকিৎসায় ঘটতে থাকা অন্যায় অপরাধের ছবি। প্রিয়ঙ্কাকে দেখা যাবে একজন ‘গমীরা’ নৃত্যশিল্পীর ভূমিকায়। তবে কেবল নৃত্যশিল্পী নয়, প্রিয়াঙ্কাকে দেখা যাবে একজন অধ্যাপিকার ভূমিকায়। গল্পে দেখানো হয়েছে, প্রিয়াঙ্কা সরকার বাড়িতে ৩ জন আশ্রিতা নারী থাকেন। বাহা, মুন্নি আর মেঘা। তাঁদের সবাইকে নিয়ে ‘গমীরা’ নাচের দল চালান প্রিয়ঙ্কা। তবে শুধু নাচই নয়, এই দলের আড়ালে বিভিন্ন অসমাজিক কাজের বিরুদ্ধেও লড়াই করেন তাঁরা। নারীকেন্দ্রিক এই ছবিতে একেবারে অন্যভূমিকায় দেখা যাবে প্রিয়ঙ্কা সরকারকে। পরিচালক বলছেন, ‘গমীরা নৃত্যকলার কথা হয়তো অনেকেই জানেন না। এই ছবির হাত ধরে নৃত্যকলাটি সাধারণ মানুষের কাছে উঠে আসবে এটাই আশা। এছাড়াও এটি একটি ক্রাইম থ্রিলার, ফলে মানুষের একটি বাড়তি আকর্ষণ থাকবে’।
আরও পড়ুন:‘শিব আমাকে শান্তি দেয়’ কার কথা বললেন নুসরত
এই ছবির সংগীত পরিচালনার দায়িত্বে রয়েছেন বিখ্যাত সংগীত পরিচালক মেঘ ব্যানার্জী। ছবির গান ও আবহসংগীত দুটোই তার নির্দেশনাতেই হয়েছে। মেঘ ব্যানার্জীর জানান, যেহেতু এই ছবি লোকনৃত্য গমীরা ও মেডিক্যাল থ্রিলার এর মিশ্রন তাই মিউজিক করার সময় গমিরা নাচের মিউজিক কেও এই ফিল্ম এর বিভিন্ন দৃশ্যে ব্যবহার করা হয়েছে, তাছাড়া বিভিন্ন চরিত্রের জন্য আলাদা আলাদা থিম মিউজিক করা হয়েছে। আর গমিরা নাচের দৃশ্য গুলোতে গমিরা শিল্পিদের বাজানো মিউজিকই প্রাধান্য পেয়েছে। ছবিতে একটি গান আছে যেটি গেয়েছেন সুচিস্মিতা চক্রবর্তী আর ঋষি পান্ডা।
Presenting the official trailer of #Bhamini. A thriller based on our culture #Gomira. Releasing 25th April in cinemas near you.
Swarnayu Maitra #UmakantPatil Tathagata Mukherjee Ohmkar Films Production
Posted by Priyanka Sarkar on Sunday, April 20, 2025
অন্য খবর দেখুন