দক্ষিণী জনপ্রিয় অভিনেতা নাগার্জুনের সঙ্গে দেখা যাবে এবার বাঙালি অভিনেত্রীকে। নাগার্জুন আক্কিনেনি ও তার পুত্র অভিনেতা নাগা চৈতন্যর বিগ বাজেটের ছবি ‘বাঙ্গাররাজু’তেই দেখা যাবে এই বঙ্গললনাকে। অভিনেত্রী দর্শনা বণিক কয়েক মাস আগে বাংলাদেশের সাকিবের সঙ্গে ‘অন্তরাত্মা’ ছবিতে কাজ করেছেন। এবার তিনি কাজ করতে চলেছেন নাগার্জুন ও তারপুত্র নাগা চৈতন্যর সঙ্গে। দর্শনা কলকাতারই মেয়ে।কলকাতায় মডেলিং দিয়ে শুরু করেছিলেন দর্শনা তার কেরিয়ার। অভিনেত্রী সমান জনপ্রিয় সোশ্যাল মিডিয়াতেও। ৫ লাখের বেশি মানুষ তাঁকে ফলো করেন ইনস্টাগ্রামে। ছবির পাশাপাশি মাঝেমধ্যেই নানা মজার রিল ভিডিয়ো পোস্ট করেন ইনস্টাগ্রামে। সেখানেই ভাইরাল হয়েছে একটি ভিডিয়ো। যেখানে দেখা যাচ্ছে, ঘরের দরজা বন্ধ করে পোশাক বদল করতে যাচ্ছিলেন দর্শনা। আর সে সময়তেই পিছন ফিরে দেখেন তাঁর আদরের পোষ্যটি হা করে তাকিয়ে আছে তাঁর দিকে। মুখে কোনও আওয়াজ করছে না। চুপ করে জিভ বার করে মজা নিচ্ছে।
আরও পড়ুন: লন্ডনে ‘দ্য ঘোস্ট’ নাগার্জুনা
অর্ঘদীপ চট্টোপাধ্যায়ের পরিচালিত ছবি ‘জোজো’তে প্রথম অভিনয় করেন। তবে অরিন্দম শীলের পরিচালনায় ‘আসছে আবার শবরে’ তাঁকে বেশি জনপ্রিয়তা দেয়। তারপর হাতে এসেছে একের পর এক প্রোজেক্ট। সৌরভ দাসের বিপরীতে ‘অল্প হলেও সত্যি’-তে অভিনয় করেছেন তিনি।তাছাড়া বেশ কিছু বাংলা টিভি শোতে তাকে দেখা গিয়েছিল। দক্ষিণী এই ছবিতে তাকে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে। ছবিটি ফ্যান্টাসি ড্রামা ঘরানার। এটি পরিচালনা করছেন কল্যান কৃষ্ণা। তিনি তেলেগু ছবি ‘আটাগাল’তেও কাজ করেছিলেন। অপর একটি তেলেগু ছবি ‘ব্ল্যাক’ এ দেখা গিয়েছিল দর্শনাকে। এছাড়াও একটি তামিল ভাষার ছবিতে দর্শনা নাম লিখিয়েছেন।