কলকাতা: টলিউডের (Tollywood) পরিচিত মুখ মানসী সেনগুপ্ত (Manosi Sengupta)। ‘পিলু’ থেকে ‘নিম ফুলের মধু’ বিভিন্ন ধারাবাহিকে তাঁকে দেখা দিয়েছে। মূলত ‘খল’ নায়িকার চরিত্রেই বেশি দেখা গিয়েছে মানসীকে। সেই মানসীই হঠাৎ বড় একটা সিদ্ধান্ত নিয়েছেন। নিজের সেই সিদ্ধান্তের কথা সকলকে জানিয়েও দিলেন অভিনেত্রী। নিজের ইনস্টা হ্যান্ডেলে মানসী লেখেন, “ব্যক্তিগত এবং পেশাগত কিছু কারণের জন্য সোশ্যাল মিডিয়া থেকে কিছু দিনের জন্য বিরতি নিচ্ছি। যদি কাজের কারণে আমার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেন, তা হলে প্লিজ ইমেল করবেন। আমার টিম যোগাযোগ করে নেবে সংশ্লিষ্ট ব্যক্তির সঙ্গে।”
কেন হঠাৎ এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি? অভিনেত্রী জানান, নিজের ব্যক্তিগত জীবন নিয়ে একটু ঘেঁটে আছি। আপাতত মেয়েকে নিয়ে নিজের মতো থাকতে চাই। শুধুই কাজে মন দিতে চাই। ব্যক্তিগত জীবনে একটা সমস্যা চলছে, যেটা প্রকাশ্যে আনতে চাই না। সেই জন্যই একটু নিজেকে সময় দিতে চাই। ভাল থাকতে চাই কাজ নিয়ে। কিন্তু আমি বিরতি নিচ্ছি মানে এমনটা নয় যে, আমি ধরাছোঁয়ার বাইরে চলে যাচ্ছি। আমার টিম আছে। কেউ যোগাযোগ করতে চাইলে করতে পারবে।
উল্লেখ্য, কেরিয়ারের শুরুতে মডেলিং করেছেন অভিনেত্রী মানসী সেনগুপ্ত। টেলিভিশনে সঞ্চালনার কাজও করেছেন তিনি। বাংলা সিনেমার জগতে অভিনেত্রীর পথ চলা শুরু হয় ‘ডার্ক চকোলেট’ সিনেমার মাধ্যমে। তারপর ‘চালবাজ’, ‘বিবাহ অভিযান’-এর মতো সিনেমাতেও অভিনয় করেছেন। টেলিভিশনের পর্দায় মানসীর সফর শুরু হয় ‘মেমবউ’ সিরিয়ালের মাধ্যমে। তারপর মানসীকে দেখা যায় ‘কি করে বলব তোমায়’ ধারাবাহিকে। দুই সিরিয়ালেই মানসীর অভিনয় প্রশংসিত হয়েছে। এবারে নিম ফুলের মধু’ সিরিয়ালের মৌমিতার মতো খল চরিত্রেও নজর কেড়েছেন অভিনেত্রী।