সবেমাত্র মুক্তি পেয়েছে অক্ষয় কুমারের স্পাই থ্রিলার ‘বেল বটম’-এর প্রথম গান ‘মরজাওয়া’। আর গান মুক্তি পাওয়ার প্রায় সঙ্গে সঙ্গেই শুরু হয়ে গেল বিতর্ক। ‘মরজাওয়া’ মুক্তির সময়েই সামনে এসেছে গানের পোস্টার। পোস্টার দেখেই ভুরু কুঁচকেছেন অনেকেই! পোস্টারে ঘনিষ্ঠ বাণী- অক্ষয়কে দেখে অনেকেরই মনে পড়ে গেছে ডিজিটাল ক্রিয়েটর ক্যামেলিয়ার কথা!
অনেকেই বলছেন ট্রেনের কামরা থেকে ঘনিষ্ঠ অবস্থায় ঝুলন্ত বাণী- অক্ষয়ের পোজটি আসলে ভিডিও ক্রিয়েটর ক্যামেলিয়ার থেকেই অনুপ্রাণিত!ক্যামেলিয়ার ভিডিও ক্রিয়েটর পেজ থেকে সারা বিশ্বের বহু সুন্দর সুন্দর দৃশ্যের ওপর ভিডিও তৈরি করা হয়। পেজের ফলোয়ারও অসংখ্য। সেখানেই দেখা গিয়েছিল ট্রেনের কামরায় ঝুলন্ত প্রেমিকযুগলকে।
আরও পড়ুন : রাজ-কাণ্ডে শার্লিনকে জিজ্ঞাসাবাদ
অবশ্য ‘মরজাওয়া’-তেই প্রথম নয় এর আগেও আপকামিং ‘রাধে-শ্যাম’ ছবির পোস্টারে একই ভাবে ঘনিষ্ঠ হয়েছিলেন প্রভাস এবং পূজা হেগড়ে। অতএব বলাই যায়, অক্ষয় একই নন, এর আগেও ক্যামেলিয়ার ভিডিও-র অনুপ্রেরণায় বলিউডে দৃশ্য তৈরি হয়েছে।
‘বেল বটম’-এ আসলে স্পাই থ্রিলার। ছবিতে বাণী কাপুর অক্ষয়ের অনস্ক্রিন স্ত্রী-র ভূমিকায়। ‘মরজাওয়া’ গানটি গেয়েছেন গুরনজর আর অ্যাসসে কওর।
১৯ অগস্ট মুক্তি পাবে ‘বেল বটম’। ছবিতে আক্কি এক আন্ডার কভার এজেন্টের চরিত্রে অভিনয় করছেন। তাঁর সঙ্গে রয়েছেন হুমা কুরেশি, লারা দত্তা সহ আরও অনেকেই।