ছবি ঘিরে প্রত্যাশা ছিল অনেক। মুক্তির পর প্রথম দিনে প্রায় ৩ কোটির কাছাকাছি ব্যবসা করেছে অক্ষয় কুমারের ‘বেলবটম’। বলা যেতে পারে মহামারীর কালে বলিউডের বিগ বাজেট ছবিগুলোর মধ্যে অন্যতম ছিল ‘বেলবটম’। কাজেই ছবি ঘিরে প্রত্যাশাও ছিল অনেকটা।
অক্ষয় কুমার, বাণী কাপুর, হুমা কুরেশি অভিনীত ‘বেলবটম’ সারা দেশের ১৬০০টিরও বেশি স্ক্রিনে মুক্তি পেয়েছিল। বক্সঅফিস বিশেষজ্ঞরা ধারণা করেছিলেন প্রথম দিনে প্রায় ৫কোটির কাছাকাছি ব্যবসা করতে পারে ছবি। তবে প্রথম দিনে ৩ কোটির কাছে এসেই থমকে গেল ‘বেলবটম’-এর বক্সঅফিস।
আরও পড়ুন : ‘দেখতেই হবে বেলবটম’
ওয়াকিবহাল মহলের ধারণার থেকে বক্সঅফিসে ছবির কম রোজগারের কারণ হিসেবে অনেকেই বলছেন, ৫০ শতাংশ দর্শক নিয়ে খুলেছে সিনেমা হল। কাজেই তারই প্রভাব পড়েছে বক্সঅফিসে। উইকএন্ডে ‘বেলবটম’-এর বক্সঅফিস চাঙ্গা হবে বলেই ধারণা করছেন অনেকে।
মহামারীর কালে সিনেমা হলে ছবি রিলিজ করিয়ে রীতিমতো সাহসীকতার পরিচয় দিয়েছিলেন অক্ষয় কুমার। পরিস্থিতি সম্পর্কে পুরোপুরি ধারণা থাকলেও আক্কি বিশ্বাস করেন খুব শিগগিরই পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব। রিস্ক না নিলে জীবনে যেমন উন্নতি হয় না তেমনই ইন্ডাস্ট্রির ক্ষেত্রেও রিস্ক নেওয়াটা দরকার বলেই মনে করেছেন আক্কি। মহামারীর কালে ছবি মুক্তি দিয়ে রীতিমতো রিস্ক নিয়েছেন ‘বেলবটম’-এর প্রযোজকরা। এ নিয়েও কোনও দ্বিমত নেই।
আরও পড়ুন : ওয়েব সিরিজে অক্ষয়-রবিনা
ছবির বক্সঅফিস সপ্তাহ শেষে আদৌ কতোটা চাঙ্গা হয় তা দেখতেই এখন আগ্রহী বিশেষজ্ঞরা। এদিকে উইকএন্ডেই ছবি দেখার জন্য আর তর সইছে না আক্কির ফ্যানদেরও।
আরও পড়ুন : ‘নো এন্ট্রি ২’-এ সলমন?