মৌচাক সিরিজে লাস্যময়ী মনামী ঘোষ কে সকলের পছন্দ হয়েছে। এই রকম চরিত্রে আগে দেখা যায়নি মনামী কে। ওয়েব সিরিজ এর সাফল্যের পর আবার একটি ডান্স রিয়ালিটি শ্যোএর শ্যুট নিয়ে ব্যস্ত মনামী।
মনামীর সাজ পোষাক অ্যপিয়ারেন্স সব মিলিয়ে সবার থেকে আলাদা করে তাঁকে। সিনেমার সিরিজ সিরিয়ালের বাইরেও স্যোশাল মিডিয়ায় বেশ জনপ্রিয় মনামী। ভিডিও হোক বা ফ্যাশন ফটোগ্রাফি সব কিছুতেই আধুনিকতার ছোঁয়া থাকে। নেটিজেনদের কাছে মনামী কলকাতার মালাইকা আরোরা।
আরও পড়ুন : তাপসীর ছবির পরিচালক সৃজিত
মনামীর মতে এই কম্লিমেন্টে খুশি তিনি। কারন চরিত্রের বাইরেও ব্যক্তি মনামী কে তার গুনমুগ্ধরা পছন্দ করছেন। তিনি আরও জানান হাল ফ্যাশাপে সাজতে তিনি ভালোবাসেন। নিজেকে ফিট রাখতে স্বাস্থ্যকর খাওয়া ও সঠিক সময়ে ঘুম খুবই দরকার। লেট নাইট পার্টি তার পছন্দ নয়।
অভিনয়ের পাশাপাশি নাচ তার খুবই পছন্দের। তাই যে ডান্স রিয়ালিটি শ্যো এর বিচারক তিনি ,সেটি তার হৃদয়ের খুব কাছের।
এই সব কিছুর পাশাপাশি মনামী জানান তার মৌচাক ওয়েব সিরিজ এর চরিত্র দেখে সবাই এক নতুন মনামীকে আবিষ্কার করবে এবং আগামী দিনে নিজেকে নানা ধরনের চরিত্রে অভিনয় করতে চান।
সব শেষে তিনি তার সৌন্দর্যর রহস্য জানতে চাইলে বলেন তিনি ,’মন ভালো রাখাই আসল বিষয় ।( হাসি)’।