জাহ্নবী কাপুরের সঙ্গে ‘বাওয়াল’ সিনেমার মাধ্যমে পর্দায় হাজির হতে যাচ্ছেন বরুন ধাওয়ান এরই মধ্যে প্রকাশ্যে এসেছে ‘বাওয়াল’ সিনেমার প্রথম লুক। কিছুদিন আগেই ঘোষণা করা হয় সিনেমাটি মুক্তি পাবে ওটিটি প্ল্যাটফর্মে। জানা গেছে, দুবাইয়ে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে সিনেমার ট্রেলার প্রকাশ্যে আসবে। আর সেই নিয়েই তুঙ্গে উঠেছে উত্তেজনার পারদ।
প্রথম সারির ওটিটি প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইমে মুক্তি পাবে ‘বাওয়াল’। সেইসঙ্গে বিশ্বের ২০০ দেশে মুক্তি পাবে জাহ্নবী-বরুনের এই সিনেমা । এবার শোনা যাচ্ছে দুবাইয়ে আগামী শনিবার (৮ জুলাই) গ্র্যান্ড অনুষ্ঠানের মাধ্যমে সিনেমার ট্রেলার মুক্তি পাবে। সিনেমার গ্লোবাল লঞ্চের কথা মাথায় রেখেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আরও পড়ুন: GPS Tracker | কোথাও যাওয়ার হলে ভরসা জিপিএস? তাহলে খুব সাবধান !
তবে এবার একটা প্রশ্ন মাথায় আসতেই পারে যে দুবাই কেন বেছে নেওয়া হল? কারণ, বিভিন্ন সংস্কৃতির মিলনস্থল এবং এক বিশাল পরিমাণ ভারতীয় দর্শক সেখানে রয়েছে। এছাড়া ‘বাওয়াল’ প্রথম এমন হিন্দি সিনেমা যার গ্র্যান্ড প্রিমিয়ার হবে প্যারিসে। ‘দঙ্গল’ খ্যাত নীতেশ তিওয়ারির এ সিনেমা দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে নির্মাণ করা হয়েছে। নির্তামা আশা করছেন সিনেমাটি দর্শকরা গ্রহণ করবেন।
সূত্রের খবর, নির্মাতারা আশা করছেন অনুষ্ঠানে ১৫০ থেকে ২০০ মানুষ উপস্থিত হবেন। এ অনুষ্ঠান মূলত পরীক্ষামূলক, যা থেকে অনুরাগীরা সিনেমা সম্পর্কে কিছুটা ধারণা পাবেন। অনুষ্ঠানে হাজির থাকবেন বরুণ ধবন, জাহ্নবী কাপুর, পরিচালক নীতেশ তিওয়ারি, প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালা। সিনেমার নির্মাতা ও প্রাইম ভিডিও মনে করে ‘বাওয়াল’ সিনেমার গল্প আদতে বিশ্বব্যাপী মানুষের জন্য।