কলকাতা: ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা (Actor) আফরান নিশো (Afran Nisho)। ছোটো পর্দা ও ওয়েব সিরিজে তাঁর জনপ্রিয়তা তুঙ্গে। এবার তাঁর অভিনীত ‘সুড়ঙ্গ’ (Surango) মুক্তি পাবে কলকাতায়, এমনটাই জানা যাচ্ছে। বাংলাদেশে বর্তমানে ঝড় তুলেছে নিশোর এই ছবি।পাওয়া যাচ্ছে না ছবির টিকিট। তিন দিন আগে থেকেই নাকি বুকিং করতে হচ্ছে ছবির টিকিট। তবে নিরাশ হবে না কলকাতার ভক্তরা। সূত্রের খবর, চলতি মাসেই ‘সুড়ঙ্গ’ মুক্তি পাবে কলকাতার বুকে।
পশ্চিমবঙ্গে ‘সুড়ঙ্গ’-এর ডিসট্রিবিউটর এসভিএফ। বাংলাদেশে মুক্তির সময় থেকেই আফরান নিশো ও তমা মির্জা অভিনীত এই ছবির পোস্টার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে এসভিএফ। সূত্রের খবর, কলকাতার বুকে এই ছবি মুক্তি পাবে আগামী ১১ জুলাই। ছবির প্রযোজক শাহরিয়ার শাকিল জানিয়েছেন, এই শহরে ‘হাওয়া’ সিনেমা সফলতা দেখে নয়, ‘সুড়ঙ্গ’ ছবির নিজস্ব একটি গল্প রয়েছে, যা শহরবাসীর ভাল লাগবে।