প্রখ্যাত পরিচালক এস এস রাজমৌলি সম্প্রতি তার ‘ট্রিপল আর’ ছবির প্রচারে চেন্নাই গিয়েছিলেন। সেখানে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের মুখোমুখি হয়েছিলেন ‘বাহুবলি’ খ্যাত পরিচালক রাজমৌলি। সেখানেই তার কাছে জানতে চাওয়া হয় কিংবদন্তি তামিল অভিনেতা রজনীকান্তকে নিয়ে তিনি কোন ছবি বানাতে চান কি না। উত্তরে রাজমৌলি বলেন,’সুপারস্টার রজনীকান্তকে নিয়ে ছবির ইচ্ছে আমার আছে। কিন্তু সেটা নির্ভর করছে ভালো চিত্রনাট্যের পাই কিনা তার ওপর’। পরিচালক আরো বলেন,’তার সঙ্গে ছবি করা যে কোন পরিচালকের কাছে স্বপ্ন সত্যি হওয়ার মতো। আমিও ব্যতিক্রম নয়। রজনীকান্ত অত্যন্ত বিনয়ী একজন অভিনেতা। কিন্তু ছবি তৈরি করার আগে আমি নিজে গল্পের ব্যাপারে যথেষ্ট গুরুত্ব দিই। যদি তেমন কোন গল্প আমাকে অনুপ্রাণিত করে, তবে তার সঙ্গে কাজ করতে পারলে আমি যথেষ্ট খুশি হবো’।যা শোনার পর রজনীকান্তের ভক্তরা যথেষ্ট উচ্ছ্বসিত। ইতিমধ্যেই মুক্তি পেয়েছে রাজমৌলি ‘ট্রিপল আর’ ছবির ট্রেইলার। প্রসঙ্গত, গতবছর করণা মহামারীর কারণে ছবিটি মুক্তি পায় নি। কয়েক দফা মুক্তির তারিখ পেছানো হয়েছে। আগামী ৭ জানুয়ারি ছবিটি মুক্তির তারিখ নির্ধারণ করা হয়েছে।ছবিতে আলিয়ার সঙ্গে কাজ করেছেন অজয় দেবগন। ট্রেলার লঞ্চে উপস্থিত ছিলেন তিনিও। এছাড়াও এই ছবিতে কাজ করেছেন দক্ষিণের দুই জনপ্রিয় অভিনেতা এনটিআর জুনিয়র এবং রাম চরন। পাশাপাশি অলিভিয়া মরিস, অ্যালিসন ডুডি এবং রে স্টিভেনসনেরও দেখা মিলবে এই ছবিতে। শোনা যাচ্ছে, ইতিমধ্যেই বিগ বাজেটের এই ছবিটির সারাবিশ্বে সত্ত্ব বিক্রি বাবদ নির্মাতাদের আয় হয়েছে ৫০০ কোটি টাকা।কিছুদিন আগে শোনা গিয়েছিল পরিচালক রাজমৌলি ‘ট্রিপল আর’ ছবির প্রচারে মুম্বইতে গিয়ে নাকি সলমন খানের সঙ্গে দেখা করেছিলেন। যা নিয়ে গুজব রটেছিল যে তার আগামী ছবিতে ভাইজানকে দেখা যেতে পারে।