কলকাতা : এবার পুজোয় বিপ্লবী বাঘা যতীন(Bagha Jatin) অবতারে পর্দায় আসছেন টলি সুপারস্টার দেব(Dev)। মুক্তির অপেক্ষায় পরিচালক অরুণ রায়ের নতুন ছবি বাঘা যতীন।মুক্তি পেল ছবির টিজার(Teaser)।যে টিজারে দেবের একাধিক লুক নেটদুনিয়ার রীতিমতো নজর কেড়েছে।দেবের সঙ্গে ছবিতে নায়িকার চরিত্রে রয়েছেন নবাগতা সৃজা দত্ত(Srija Dutta)।বাঘা যতীনের দিদির চরিত্রে দেখা যাবে সুদীপ্তা চক্রবর্তীকে(Sudipta Chakraborty)।ইংরেজ পুলিশ অফিসারের ভূমিকায় অভিনয় করেছেন কার্ল হার্ট(Karl A. Harte) এবং বিপ্লবী ক্ষুদিরাম বসুর(Kshudiram Basu) চরিত্রে নজর কাড়বেন সামিউল আলম(Samiul Alam)।১৯ অক্টোবর বাংলার পাশাপাশি হিন্দিতেও অন্যান্য রাজ্যে মুক্তি পাবে বাঘা যতীন।স্বাধীনতা দিবস উপলক্ষে গত ১১ অগস্ট বড়পর্দায় মুক্তি পেয়েছিল ব্যোমকেশ ও দুর্গ রহস্য।যে ছবিতে প্রথমবার সত্যান্বেষী ব্যোমকেশের জুতোয় প্রথমবার পা গলিয়েছেন টলিতারকা দেব।ছবিতে সত্যবতীর ভূমিকায় দেখা মিলেছে রুক্মিণী মৈত্রর এবং অজিতের চরিত্রে রয়েছেন অম্বরীশ ভট্টাচার্য।ছবি নিয়ে বাঙালি দর্শকের হিটলিস্টে রয়েছে ব্যোমকেশ ও দুর্গ রহস্য।কারণ,টলিউডের নতুন ব্যোমকেশকে নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন বং নেটিজেনের একাংশ।অবশ্য দেব ভক্তরা ব্যোমকেশের চরিত্রে প্রিয় সুপারস্টারকে দেখে বেজায় খুশি।
ব্যোমকেশ ও দুর্গ রহস্য মুক্তি পেতে না পেতেই ভক্তদের নতুন চমক এনে বাঘা যতীন ছবির প্রি-টিজার প্রকাশ্যে এনেছিলেন পাগলু তারকা।ছবি নিয়ে গতবছরই পরিচালক অরুণ রায়ের সঙ্গে জুটি বেঁধেছেন দেব। ভারতের স্বাধীনতা সংগ্রামের স্বসস্ত্র বিপ্লবের অন্যতম সৈনিক যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়ের ভূমিকায় ছবিতে নজর কাড়বেন তিনি।ইতিমধ্যেই সোশ্যাল সাইটে প্রকাশ্যে এসেছে বাঘা যতীন রূপী দেবের একাধিক লুক।প্রি-টিজারের পর সম্প্রতি প্রকাশ্যে এসেছে বাঘা যতীন ছবির টিজার। যাতে রীতিমতো নজর কাড়লেন দেব।পাশাপাশি ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন সৃজা দত্ত,সুদীপ্তা চক্রবর্তী।স্বাধীনতা সংগ্রামী ক্ষুদিরাম বসুর চরিত্রে দেখা যাবে সহজ পাঠের গপ্পো ছবির অন্যতম অভিনেতা সামিউল আলম।প্রসঙ্গত, জিতের পর এবার প্যান ইন্ডিয়ান ফিল্মে পা রাখতে চলেছেন দেবও।কারণ,বাংলার পাশাপাশি মুক্তি পেয়েছে বাঘা যতীন-এর হিন্দি টিজারও।ছবিটি দেশের নানা রাজ্যে হিন্দিতেও মুক্তি দিতে চান টলিতারকা।এগারো,হীরালাল কিংবা বিনয় বাদল দীনেশ ৮/১২-র মতো পিরিওড ড্রামা ছবি তৈরি করে বারবার বাঙালি দর্শকের মন জয় করেছেন পরিচালক অরুণ রায়।এবার পুজোয় বড়পর্দায় আসছে তাঁর নতুন ছবি বাঘা যতীন।রীতিমতো গবেষণা করেই যে এই ছবিটি তিনি নির্মাণ করেছেন তা ইতিমধ্যেই স্পষ্ট করে দিয়েছেন পরিচালক। দুর্গাপুজো উপলক্ষে আগামী ১৯ অক্টোবর সিনেমা হলে মুক্তি পাবে বাঘা যতীন।ছবি যে চলতি বছরের পুজোয় সিনেপ্রেমীদের অন্যতম আকর্ষণ হতে চলেছে তা কিন্তু বলার অপেক্ষা রাখে না।