কলকাতা : সত্যান্বেষী ব্যোমকেশ বক্সির(Byomkesh Baksi) পর এবার বিপ্লবী যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়ের(Jatindranath Mukherjee) চরিত্রে পর্দায় আসছেন সুপারস্টার দেব(Dev)।পুজোয় মুক্তি পাবে পরিচালক অরুণ রায়ের(Arun Roy) ছবি বাঘা যতীন(Bagha Jatin)।স্বাধীনতা দিবসের(Independece Day) প্রাক্কালে সোমবার মুক্তি পেল ছবির প্রি-টিজার(Pre-Teaser)।ছবিতে দেব ছাড়াও অভিনয় করেছেন সুদীপ্তা চক্রবর্তী(Sudipta Chakraborty),নবাগতা সৃজা দত্ত(Srija Dutta) ছাড়াও আরও অনেকেই।১৯ অক্টোবর বড়পর্দায় মুক্তি পাবে বাঘা যতীন।
সদ্যই মুক্তি পেয়েছে বিরসা দাশগুপ্ত পরিচালিত ছবি ব্যোমকেশ ও দুর্গ রহস্য।যে ছবিতে প্রথমবার সত্যান্বেষী ব্যোমকেশের জুতোয় পা গলিয়েছেন টলিতারকা দেব।ছবিতে সত্যবতীর ভূমিকায় দেখা মিলেছে রুক্মিণী মৈত্রর এবং অজিতের চরিত্রে রয়েছেন অম্বরীশ ভট্টাচার্য।ছবি নিয়ে বাঙালি দর্শকের হিটলিস্টে রয়েছে ব্যোমকেশ ও দুর্গ রহস্য।কারণ,টলিউডের নতুন ব্যোমকেশকে নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন বং নেটিজেনের একাংশ।অবশ্য দেব ভক্তরা ব্যোমকেশের চরিত্রে প্রিয় সুপারস্টারকে দেখে বেজায় খুশি।বক্সঅফিসে মোটামুটি ভালই ব্যবসা করছে বিরসা দাশুগুপ্তর পরিচালনায় নতুন ছবি।
বড়পর্দায় ব্যোমকেশ ও দুর্গ রহস্য মুক্তি পেতে না পেতেই নতুন চমক নিয়ে হাজির টলি সুপারস্টার। গতবছরই পরিচালক অরুণ রায়ের সঙ্গে জুটি বেঁধেছেন দেব।ভারতের স্বাধীনতা সংগ্রামের স্বসস্ত্র বিপ্লবের অন্যতম সৈনিক যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়ের ভূমিকায় ছবিতে নজর কাড়বেন তিনি।ইতিমধ্যেই সোশ্যাল সাইটে প্রকাশ্যে এসেছে বাঘা যতীন রূপী দেবের একাধিক লুক।স্বাধীনতা দিবসের আগেই প্রকাশ্যে এল ছবির প্রি-টিজার।যাতে রীতিমতো নজর কাড়লেন দেব।এগারো,হীরালাল কিংবা বিনয় বাদল দীনেশ ৮/১২-র মতো পিরিওড ড্রামা ছবি তৈরি করে দর্শকের মন জয় করেছেন পরিচালক অরুণ রায়।এবার পর্দায় আসছে তাঁর নতুন ছবি বাঘা যতীন।রীতিমতো গবেষণা করেই যে এই ছবিটি তিনি নির্মাণ করেছেন তা প্রথম ঝলকেই স্পষ্ট করে দিয়েছেন পরিচালক।পুজো উপলক্ষে আগামী ১৯ অক্টোবর মুক্তি পাবে বাঘা যতীন।ছবি যে চলতি বছরের পুজোয় সিনেপ্রেমীদের অন্যতম আকর্ষণ হতে চলেছে তা কিন্তু বলার অপেক্ষা রাখে না।