বলিউড অভিনেত্রী শ্রীদেবীর জন্মদিনে শিল্পীকে গানে গানে শ্রদ্ধা জানালেন বলিউড অভিনেতা আয়ুষ্মান খুরানা।শুক্রবারই ছিল প্রয়াত অভিনেত্রী শ্রীদেবীর ৫৮তম জন্মদিন।শ্রীদেবীর বড় ভক্ত এই প্রজন্মের সবচেয়ে সফল অভিনেতা আয়ুষ্মান খুরানা।অভিনেত্রীর অভিনয় এবং ডান্স শুধু নয়,তাঁর স্টারডমের বড় ভক্ত ‘ভিকি ডোনর’-এর অভিনেতা।এমনটা খোলামেলা আড্ডায় বারবার সেকথা বলেছেন তিনি।শ্রীদেবীর ৫৮তম জন্মদিনে তাঁকে নিজের গান দিয়ে শ্রদ্ধার্ঘ্য জানালেন আয়ুষ্মান খুরানা।
আরও পড়ুন – মায়ের জন্মদিনে ইমোশনাল জাহ্নবী
যশ চোপড়া পরিচালিত ‘লমহে’ ছবিতে দ্বৈত ভূমিকায় শ্রীদেবীর অভিনয় কোনদিনই ভোলার নয়।ছবিতে তার বিপরীতে ছিলেন অনিল কাপুর।শ্রীদেবীকে শ্রদ্ধা জানিয়ে ‘লমহে’-র কভি ম্যায় কহু গাইলেন আয়ুষ্মান।গায়ক-অভিনেতা গানটা যে দারুণ গাইতে পারেন তা নতুন করে বলার অপেক্ষা রাখে না।কিন্তু এই গানে আয়ুষ্মান একটু বেশিই আবেগপ্লুত হয়ে পড়েছেন,গান শুনে এমনটাই বলছে নেটদুনিয়া।গানের ভিডিও রইল শুধুমাত্র আপনাদের জন্য।আয়ুষ্মানের কন্ঠে লমহে ছবির কভি ম্যায় কহু শুনে নিন।গানটি আপনাদের কেমন লাগল অবশ্যই জানাবেন।