কলকাতা : ‘বাংলা মিডিয়াম’ সিরিয়ালে আয়ুস দাস এখন পরিচিত মুখ; তাঁকে রোজ দেখতে পায় দর্শকরা স্টার জলসায়। শুধু ‘বাংলা মিডিয়াম’ নয়, ‘কৃষ্ণকলি’, ‘কড়ি খেলা’ এবং আরও সিরিয়ালে আয়ুস বাঙালি ধারাবাহিক দর্শকদের মনে জায়গা করে নিয়েছে। একটা মিষ্টি, বাচ্চা ছেলের ইমেজ আয়ুসকে বাঙালির ঘরে পৌঁছে দিয়েছে। তারপর সম্প্রতি ‘তোপসে’-র ভূমিকায় অভিনয় করে তো সেই ইমেজ আরও জোরদার হয়েছে।
এই ‘মিষ্টি’ আয়ুসকে এবার দেখা যাবে নায়ক হিসেবে। ‘মিষ্টি’ বাচ্চা ছেলেটা এবার হাঁটু-গেড়ে-বসা প্রেমিক! তবে কোনও সিনেমায় নয়, একটি মিউজিক ভিডিও-তে আয়ুসকে হিরোর ভূমিকায় দেখা যাবে। তাঁর হিরোইন নবাগতা সঞ্চিতা চট্টোপাধ্যায়। হিরো হয়ে কেমন লাগছে আয়ুসের? তিনি বলেন, ” আমি এর আগে একটা মাত্র মিউজিক ভিডিওতেই করেছি। এটা আমার দ্বিতীয় মিউজিক ভিডিও। আমায় যখন প্রথম অভিনয় করার জন্য বলা হয়,আমি গানটা শুনতে চেয়েছিলাম। গানটা শুনেই আমার দারুন ভাল লেগে গিয়েছিল। হুক লাইনটা ব্যাপক–তোকে বউ বানাবো। গানটা শোনার পর দেখালাম নিজের অজান্তেই হুক লাইনটা বার বার গুনগুন করছি। এই গানটার প্রেমে পড়েই মিউজিক ভিডিওটা করতে রাজি হয়ে যাই। মুর্শিদাবাদে আমাদের শুটিং হয়। দারুন হই হই করে আমরা শুটিং করি। আশা করি গানটা আপনাদের ভাল লাগবে।”
এই ভিডিওতে মিষ্টি একটা প্রেমের গল্প আছে। আয়ুস এখানে গ্রামের একটা মুদি দোকান চালায়। গ্রামেরই একটা সহজ-সরল মেয়ের সঙ্গে প্রেম জমে ওঠে। মিউজিক ভিডিওটি পরিচালনা করেন শমীক ভাদুড়ি। গানটি লিখেছেন ভাস্কর ঘোষ। সুর দিয়েছেন এবং গেয়েছেন সৌগত দে। “তোমায় বউ বানাবো” মিউজিক ভিডিওটি লঞ্চ করছে ১৬ আগস্ট।